পবিত্র ঈদে মীলাদুন্নবী (সা.) উদযাপনের লক্ষ্যে বাংলাদেশ আন্জুমানে তালামীযে ইসলামিয়া আগামী ১১ রবিউল আউয়াল সিলেটে মোবারক র‌্যালী বের করবে। এ উপলক্ষে ৯ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর মুহতারাম সভাপতি হযরত আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঈদে মীলাদুন্নবী (সা.)  র‌্যালী বাস্তবায়ন কমিটি সিলেটের নেতৃবৃন্দ। এ সময় আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী তালামীযে ইসলামিয়ার নেতৃবৃন্দকে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।
এতে উপস্থিত ছিলেন তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা মুহাম্মদ ফখরুল ইসলাম, সহ-সভাপতি মুহা. শরীফ উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক দুলাল আহমদ, সাংগঠনিক সম্পাদক মোঃ মুহিবুর রহমান, লতিফিয়া ফুলতলী কমপ্লেক্স লন্ডন এর সাধারণ সম্পাদক মিসবাউর রহমান, র‌্যালী বাস্তবায়ন কমিটির আহবায়ক ও কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক আখতার হোসাইন জাহেদ, যুগ্ম আহবায়ক ও কেন্দ্রীয় সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক হুমায়ূনূর রহমান লেখন, কেন্দ্রীয় অফিস সম্পাদক মুহাম্মদ উসমান গণি, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুহিবুর রহমান আখতার, র‌্যালী বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ও সিলেট মহানগরী সভাপতি এনাম উদ্দিন আহমদ, সদস্য ও সিলেট পশ্চিম জেলা সভাপতি সাইফুর রহমান শুভ, সুনামগন্জ জেলা সভাপতি রফিকুল ইসলাম তালুকদার ও যুক্তরাজ্য প্রবাসী হাফিজ আলী হোসাইন প্রমূখ।

একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top