Talamij news 24::
বাংলাদেশ আনজুমানে তালামীযে
ইসলামিয়া কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক
ছাএনেতা মুহাম্মদ মুহিবুর রহমান বলেছেন
রাসূলে পাক( সা:)-আজমতের আলোচনা
পবিএ ঈদে মীলাদুন্নবী( সা:)-মাহফিলে
আলোচনা হয়,মুমিনের অন্তরে হুব্বে
রাসূলের মুহব্বত বেশি বেশি পয়দা হয়।
রবিউল আউয়াল মাসে মুমিন মুসলমানগন
কুরআন -সুন্নাহের আলোকে নানা কর্মসূচির
মাধ্যমে রাসূলে পাক (সা:)-জন্ম বৃওান্ত
আলোচনা মাহফিল করে তাকে।তিনি
গতকাল ৮ ডিসেম্বর ২০১৬,বৃহস্হপতিবার বাদ
যোহর নবীগনজ জে.কে হাইস্কুল মাঠে।
বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ ও
বাংলাদেশ আনজুমানে তালামীযে
ইসলামিয়া নবীগনজ উপজেলা কর্তৃক ঈদে
মীলাদুন্নবী (সা:)- র্্যালী ও আলোচনা
সভায় প্রথম অধিবেশনে প্রধান বক্তার
বক্তৃতায় উপরোক্ত কথাগুলো বলেন।
বাংলাদেশ আনজুমানে তালামীযে
ইসলামিয়া নবীগনজ উপজেলা সভাপতি
মোঃ সাইদুর রহমান এর সভাপতিত্বে ও
সাধারন সম্পাদক মোঃ শামসুল ইসলাম এর
পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন
সাংঠনিক সম্পাদক মোঃ সাহিদ
আলম,বিশেষ অতিথির বক্তব্য রাখেন
বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ
কেন্দ্রীয় সহ-প্রচার সম্পাদক আলহাজ্ব
কাজ্বী মাওলানা এম.হাসান আলী
বাংলাদেশ আনজুমানে তালামীযে
ইসলামিয়া কেন্দ্রীয় সহ-প্রচার ও প্রকাশনা
সম্পাদক হুমায়ূনুর রহমান সহ-শিক্ষা ও
সংস্কৃতি সম্পাদক লিয়াকত আলী তালুকদার
বাংলাদেশ আনজুমানে তালামীযে
ইসলামিয়া কেন্দ্রীয় সদস্য ও হবিগনজ
শাহজালাল ওয়েলফেয়ার আইডিয়াল
সোসাইটির সভাপতি মোঃ আব্দুল মুহিত
রাসেল কেন্দ্রীয় সদস্য মোঃ তৌরিছ
আলী সিলেট মহানগর তালামীযের
সভাপতি মোঃ এনাম উদ্দিন আহমদ হবিগনজ
জেলা সভাপতি মোঃ সিরাজুল ইসলাম
সিলেট প্রাইভেট জোন ইউনিভার্সিটি
তালামীযের সহ-সভাপতি মোঃ আবুল
কাশেম চয়ন সিলেট মহানগর সাধারন
সম্পাদক মাহবুবুর রহমান ফরহাদ হবিগনজ
বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ
নবীগনজ উপজেলা সভাপতি মাও.এম.এ ছবুর
সাধারন সম্পাদক অধ্যক্ষ মাও.সজ্জাদুর রহমান
জেলা তালামীযের সহ-সাংগঠনিক
সম্পাদক জালাল উদ্দিন মোঃ ধন মিয়া
প্রচার সম্পাদক মোঃ আবু সুফিয়ান সহ-
প্রশিক্ষন সম্পাদক মোঃ ইমরান আল-ইমন
উপজেলা তালামীযের সহ-সভাপতি শেখ
ফখরুল ইসলাম বিলাল সহ-সভাপতি মোঃ
আদিল আল-জাবের সহ-সাধারন সম্পাদক
মোঃ আব্দুন নূর,নবীগনজ পৌর
তালামীযের সহ-সভাপতি মোঃ কামাল
উদ্দিন সবুজ সহ-সভাপতি রাহুল আহমদ কলেজ
তালামীযের সহ-সভাপতি মোঃ মারুফ
আহমদ পৌর তালামীযের সাংগঠনিক
সম্পাদক শাহরিয়ার আহমদ শাওন প্রমূখ।
হোম
»
উপজেলা তালামীয
» রাসূলে পাক( সা:)-এর আজমতের
আলোচনা মীলাদুন্নবী মাহফিলে প্রকাশ
হয়, নবীগনজ উপজেলা তালামীযের
মীলাদুন্নবী( সা:)-র্্যালী ও আলোচনা
সভায়- কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক
মুহাম্মদ মুহিবুর রহমান
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
একটি মন্তব্য পোস্ট করুন Blogger Facebook