উপমহাদেশের প্রখ্যাত ওলিয়ে
কামিল আল্লামা ছাহেব কিবলা
ফুলতলী (রহ.) এর হাতে গড়া ছাত্র
সংগঠন বাংলাদেশ আনজুমানে
তালামীযে ইসলামিয়া ৮নং তিলপাড়া ইউ/পি
শাখার ২০১৬-১৭ সেশনের
কাউন্সিল অধিবেশন আজ ৫ ডিসেম্বর রোজ সোমবার বেলা ২ঘটিকার সময় ইউ/পি তালামীয কার্যালয়ে অনুষ্ঠিত হয়।সাবেক
সভাপতি সিদ্দিকুর রহমান ভাইয়ের
সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক মোঃ মুহিত আহমদের
এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট পূর্বজেলার অর্থ সম্পাদক হাফিজ আব্দুল বাছিত জবলু।
প্রধান নির্বাচন কমিশনার
হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা তালামীযের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ,
সহকারী নির্বাচন কমিশনার
হিসেবে উপস্তিত ছিলেন বিয়ানী বাজার উপজেলা তালামীযের সহ সাধারণ সম্পাদক হিজবুল্লাহ তারেক ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত
ছিলেন উপজেলা
তালামীযেরর অর্থ
সম্পাদক
হাসান আহমেদ , ও শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক তানজিবুর রহমান আজাদ ।।
কাউন্সিলে সর্বসম্মতিক্রমে *মোঃ রেদওয়ান আহমেদ কে সভাপতি ও মোঃ খায়রুল ইসলাম কে সাধারণ*
*সম্পাদক করে* ২৪ সদস্য বিশিষ্ট
কমিটি গঠন করা হয়। কমিটির
অন্যান্য দায়িত্বশীলরা হচ্ছেন-
সিনিয়র সহ -সভাপতি মোঃ আব্দুল মুহিত, সহ-সভাপতি আব্দুছ ছবুর, সহ সাধারণ সম্পাদক
হাবিবুর রহমান জুয়েল , সাংগঠনিক
সম্পাদক আলি আহমেদ, সহ
সাংগঠনিক সম্পাদক হাফিঃ ওলিউর রহমান , প্রচার সম্পাদক আবু তালহা জুয়াহির সহ প্রচার সম্পাদক লোকমান
আহমদ, অর্থ সম্পাদক হাঃ মাছুম আহমদ
, অফিস সম্পাদক
মিফতাহুল জান্নাত সাফি , সহ অফিস
সম্পাদক আশরাফুল ইসলাম,সহ অফিস সম্পাদক হাঃ জহিরুল ইসলাম
প্রশিক্ষণ সম্পাদক জিল্লুর রহমান , সহ প্রশিক্ষণ সম্পাদক
আকমল হোসেন, সহ প্রশিক্ষন সম্পাদক হিফজুর রহমান , শিক্ষা ও সংস্কৃতি
বিষয়ক সম্পাদক মামুন আহমেদ, সহ শিক্ষা ও সংস্কৃতি
বিষয়ক সম্পাদক খায়রুল ইসলাম(খুকন),
সদস্য :- আব্দুল মুকিত,সাইফুল ইসলাম,জাবের আহমেদ, মিছবাহ উদ্দীন, জাবেদ আহমেদ, কামাল আহমেদ।
হোম
»
ইউনিয়ন তালামীয
» *৮ নং তিলপাড়া ইউ/পি তালামীযের কাউন্সিল সম্পন্ন:রেদওয়ান সভাপতি, খায়রুল সাধারণ সম্পাদক*
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
একটি মন্তব্য পোস্ট করুন Blogger Facebook