সিলসিলায়ে ফুলতলী ফ্রান্স ফেইসবুক পেজের উদ্যোগে ২০১৭ সালের নামাজের সময়সূচী সহ ক্যালেন্ডার প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিপুল সংখ্যক ধর্মপ্রান মুসলমানদের উপস্থিতিতে গত সোমবার প্যারিসের গার্দ নর্দে প্যারিসিয়ান রেস্টুরেন্টে এ প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন হয়।
সিলসিলায়ে ফুলতলী ফ্রান্স ফেইসবুক পেজের এডমিন কারি মোঃ আবু সিদ্দিক আনসারী,র সভাপতিত্বে সিলসিলায়ে ফুলতলী ফ্রান্স ফেইসবুক পেজের এডমিন মাওলানা কাজি আব্দুল মুহিত এর পরিচালনায় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা আমিনুল ইসলাম। এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন সিলিসিলায়ে ফুলতলী ফ্রান্স ফেইসবুক পেজের এডমিন আহসান হাবীব শাহ এবং কামাল আহমদ, মুফতি মাওলানা আব্দুল জলিল, আল-ইসলাহ এর সহ-সভাপতি একলাসুর রহমান রাজু, আল-ইসলাহের সহ-সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান নোবেল, আল ইসলাহ এর সহ-সাংগঠনিক সম্পাদক সম্পাদক শামীম উদ্দিন, হাফিজ জিল্লুর রহমান, কানাইঘাট সমিতির সাবেক সাধারণ সম্পাদক জয়লান আবেদিন, জকিগঞ্জ ঐক্য পরিষদ এর উপদেষ্টা আব্দুল কাদির, জকিগঞ্জ ঐক্য পরিষদ সাধারণ সম্পাদক কবির আহমদ এবং সাংগঠনিক সম্পাদক আব্দুল কুদ্দুস এছাড়া উপস্থিত ছিলেন জিল্লুর রহমান, দেলওয়ার হোসেন, আশফাক রাহাত প্রমুখ।
এসময় বক্তারা বলেন প্রাত্যহিক জীবনে সকল অবস্থান থেকে ইসলামের মৌলিক কাজগুলো সম্পাদন করা উচিৎ। ইসলামের আদর্শ যে পৃথিবীর সর্বোত্তম আদর্শ তা বুঝানোর জন্য কোরান হাদিসের পাশাপাশি জ্ঞান বিজ্ঞান চর্চা করে গ্লোবাল পৃথিবীর চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকতে হবে। পরে মুসলিম উম্মার শান্তি সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
একটি মন্তব্য পোস্ট করুন Blogger Facebook