পবিএ ঈদে মিলাদুন্নবী  (সা:) উপলক্ষে স্পেন এর রাজধানী মাদ্রিদে চট্টগ্রামবাসী আয়োজন করেছে আলোচনা সভা মিলাদ ও দোয়ার মাহফিল  মাও:খলিলুর রহমানের পরিচালনায় বিশিষ্ট ব্যাবসায়ী মো:আবুল কালাম আজাদ  এর সভাপত্তিতে পবিএ কালাম থেকে তিলাওয়ত করেন শাহজালাল লতিফিয়া ফুলতলী জামে মসজিদের ইমাম মাও:আতিকুর রহমান নাতে রাসুল (সা:) পরিবেশন করেন হাফিজ আবুল কাশেম আলোচনা সভায় ব্ক্তব্য রাখেন মাও:কাজী মুজিবুর রহমান সহ সভাপতি আনজুমানে আল ইসলাহ মাদ্রিদ,স্পেন। মাও:আজমল হোসেন খতিব শাহজালাল লতিফিয়া ফুলতলী জামে মসজিদ।
মাও:এম আবুল কালাম (শিবলু) শিক্ষক শাহজালাল লতিফিয়া ফুলতলী ইসলামিক সেন্টার,মাদ্রিদ,স্পেন। বিশিষ্ট ব্যাবসায়ী দুলাল সাফা,ওয়াহিদুর রহমান. উপস্তিত ছিলেন আহমদ আসাদুর রহমান সহ-সভাপতি আনজুমানে আল ইসলাহ মাদ্রিদ,বিশিষ্ট ব্যাবসাযী ও সমাজ সেবক মো:আং কাইয়ুম মাসুক,মো:জাহানগীর আলম,আং জলিল,মো:মোতাহির আলী আয়েছ.মো:নজরুল ইসলাম প্রমুখ.
এছাড়া মাদ্রিদ বাংলাদেশের কমিনিউটির বিভিন্ন ব্যাকতিবর্গ  উপস্তিত ছিলেন।
পরিশেষে মিলাদ ও দোয়া মাধ্যমে অনুষ্টান শেষ হয়।

একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top