বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রিয় অফিস সম্পাদক মুহাম্মাদ উসমান গণি বলেছেন, তথ্য প্রযুক্তির উৎকর্ষের এ সময়ে মুসলিম ছাত্র সমাজকে যোগ্যতা সম্পন্ন হয়ে গড়ে ওঠতে হবে। বিশ্ব যেভাবে এগিয়ে যাচ্ছে সেই প্রতিযোগিতায় নিজেকে টিকিয়ে রাখতে শিক্ষা-দীক্ষায় বুৎপত্তি অর্জন করতে হবে। স্বপ্ন দেখতে হবে বিশ্বজয়ের। অশান্তির দাবানলে জর্জরিত সমাজে শান্তির আলোকবর্তিকা হয়ে কাজ করতে হবে। সমাজকে আলোকিত করতে হবে আদর্শের ভিত্তিতে। আর আর্দশ সমাজ ও রাষ্ট্র গঠনে সৎ, দক্ষ ও নৈতিক জ্ঞান সম্পন্ন সুনাগরিকের বিকল্প নেই।
তিনি আরো বলেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষাবান্ধব পরিবেশ তৈরী করতে তালামীযে ইসলামিয়ার কর্মীদের নিরলসভাবে কাজ করতে হবে। আদর্শের স্লোগানে সাধারণ ছাত্র সমাজকে সংঘবদ্ধ করার মাধ্যমে এক ঝাঁক যোগ্য, কর্মঠ, দেশপ্রেমী ও নৈতিক জ্ঞান সম্পন্ন সুনাগরিক তৈরী করতে হবে।
গতকাল ৫ জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে দুর্লভপুর মোহাম্মদিয়া দাখিল মাদরাসা কনফারেন্স রুমে বিশ্বনাথ উপজেলার দুর্লভপুর শাখা আয়োজিত জেডিসি ও জেএসসি কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন সৎপুর দারুল হাদিস কামিল মাদরাসার অবসর প্রাপ্ত প্রিন্সিপাল মাওলানা শফিকুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আল ইসলাহ’র সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক কবি মাওলানা খসরুজ্জামান, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট পশ্চিম জেলার সহ সভাপতি ফয়েজ আহমদ তাজির, সাধারণ সম্পাদক জাহেদুর রহমান, অফিস সম্পাদক শাহীন আহমদ, ১০নং লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, প্যানেল চেয়ারম্যান এনামুল হক এনাম।
শাখা সভাপতি লোকমান আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইকবাল মারুফের উপস্থাপনায় আরো বক্তব্য রাখেন শিক্ষানুরাগী ডাঃ শাহনুর হোসাইন, বিশ্বনাথ উত্তর উপজেলা সভাপতি শাহীনুর আমীন, সাধারণ সম্পাদক মুহাম্মদ কুতুব আল ফরহাদ, দুলর্ভপুর মোহাম্মদিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা সাইদুর রহমান, সোহেল আহমদ, আফসার নাজিম লায়েক, বিলাল আহমদ, নূরুল ইসলাম, জাহাঙ্গীর ইসলাম, আব্দুল হক, রফিক আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি

একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top