ছাতকে কওমীপন্থিদের হামলায় নিহত হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)’র একনিষ্ঠ অনুসারি বাবুল মিয়ার জানাযা সম্পন্ন হয়েছে। ২৮ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকাল ৫ টায় ছাতক হাই স্কুল মাঠে এ জানাযা সম্পন্ন হয়। জানাযার নামাজে ইমামতি করেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর মুহতারাম সভাপতি ও হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.) সুযোগ্য ছাহেবজাদা আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী।
এতে অংশ নেন ছাতক দোয়ারার সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন মিলন, আনজুমানে আল ইসলাহর মহাসচিব অধ্যক্ষ মাওলানা একেএম মনোওর আলী, তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ ফখরুল ইসলাম, সাধারণ সসম্পাদক রেদওয়ান আহমদ চৌধুরী, সিলেট জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আ.ন.ম শফিকুল হক, ছাতক উপজেলা চেয়ারম্যান ওলীউর রহমান চৌধুরী বকুল, আনজুমানে আল ইসলাহর কেন্দ্রীয় অর্থ সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা আবু ছালেহ মোঃ কুতবুল আলম, সিলেট জেলা আল ইসলাহর সভাপতি অধ্যক্ষ মাওলানা আবু জাফর মোহাম্মদ নোমান, মহানগর আল ইসলাহর সভাপতি আলহাজ্জ শাহজাহান মিয়া, সাধারণ সম্পাদক মাওলানা আজির উদ্দিন পাশা, তালামীযের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা বেলাল আহমদ, জালালিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল আহাদ, সুনামগনজ জেলা আল ইসলাহর সাধারণ সম্পাদক মাওলানা আলী আছগর খান, জেলা তালামীযের সভাপতি রপিকুল ইসলাম তালুকদার, উপজেলা আনজুমানে আল ইসলাহ, তালামীযে ইসলামিয়া,লতিফিয়া কারি সোসাইটি, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দসহ ছাতক উপজেলা এবং পার্শবর্তী উপজেলার হাজার হাজার ধর্মপ্রাণ মানুষ।

এসময় জানাযা পূর্ববর্তী এক আলোচনা সভায় বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র সভাপতি মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী বলেন, একটি তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে মানুষ হতাহতের ঘটনা অত্যন্ত ন্যাক্কারজনক। সমাধানের লক্ষ্যে বৈঠক চলাকালে শান্তিকামী জনতার উপর অতর্কিত হামলা কোনো সভ্য সমাজের কাজ নয়। যখন সমাজের সর্বস্তরে শান্তি প্রতিষ্ঠার লক্ষে প্রিয়নবী (সা.)-এর সুমহান আদর্শ বাস্তবায়নের নিমিত্তে শানে রিসালত মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে সে মুহূর্তে যে কুচক্রী মহল এমন নৃশংস হামলা চালিয়েছে তাদের নিন্দা জানানোর ভাষা আমাদের জানা নেই। যারা এহেন ধৃষ্টতাপূর্ণ ঘটনা ঘটিয়েছে তাদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে। তিনি হামলায় শাহাদতবরণকারী বাবুল আহমদের দরজাবুলন্দি কামনা করেন বিশেষ দোয় করেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top