উপমহাদেশ এর প্রখ্যাত আলেমে দ্বীন শামছুল উলামা আল্লামা ফুলতলী ছাহেব ক্বিবলা (র:)এর হাতে গড়া সংগঠণ সুন্নি আন্দোলনের দুর্বার কাফেলা বাংলাদেশ আঞ্জুমানে তালামিযে ইসলামিয়া, ৮নং  আশার কান্দি ইউ/পি শাখার কাউন্সিল অনুষ্ঠান  আজ ১০ই মার্চ বিকাল ০৩ঘটিকার সময় নয়াবন্দর বাজারে অনুষ্ঠিত হয়।শাখা সভাপতি  হা:মঈনুল ইসলাম এর সভাপতিত্বে ও সাধারণ -সম্পাদক  মোঃ শুহেদ আহমদ এর পরিচালনায় কাউন্সিল অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জগন্নাথপুর পুর্ব উপজেলা শাখার সভাপতি ছাত্রনেতা মো: আব্দুল গনি সোহাগ। বিশেষ অতিথি হিসাবে উপস্তিত ছিলেন বাংলাদেশ আনজুমানে তালামিযে ইসলামিয়া, সিলেট মহানগর শাখার সহ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জনাব আলী আহমদ চৌধুরী, প্রধান  নির্বাচন কমিশনার হিসাবে ছিলেন জগন্নাথপুর  পুর্ব উপজেলা শাখার সাধারণ সম্পাদক ছাত্রনেতা মো: নাসির উদ্দিন। বিশেষ অতিথি হিসাবে আরোও উপস্তিত ছিলেন জগন্নাথপুর পুর্ব উপজেলা শাখার সহ সাংগঠনিক  সম্পাদক ছাত্রনেতা মাহফুজুর রহমান নোমান, অফিস সম্পাদক  হাঃ শাহ আলম।আষাড়কান্দি আল -ইসলাহ নেতা জনাব সেবুল কাজী,জনাব সাইদুর রহমান।কাউন্সিল অনুষ্ঠানে উপস্হিত সকলের সর্বসম্মতিক্রমে হা:মঈনুল ইসলামকে সভাপতি ও সৈয়দ নাজমুল ইসলামকে সাধারন-সম্পাদক করে ২৯সদস্য বিশিষ্ট একটি পুর্ণাঙ্গ কমিঠি গঠণ করা হয়।পরিষদের অন্যান্য দায়িত্বশীলরা হলেন সহ-সভাপতি শুহেদ আহমদ,মো:আবুল কাশেম,হা:মুহিউদ্দীন খাঁন,সহ-সাধারন সম্পাদক মো:আবু তাহের,সাংগঠনিক সম্পাদক হুসাইন আহমদ রুকন,সহ-সাংগঠনিক সম্পাদক মো:জহিরুল ইসলাম,প্রচার সম্পাদক মারুফ আহমদ,সহ-প্রচার সম্পাদক দুলাল আহমদ,অর্থ-সম্পাদক হা:ছাইদুর রহমান,অফিস সম্পাদক মো:ফয়জুর রহমান,সহ-অফিস সম্পাদক হা:জিন্নুর রহমান,প্রশিক্ষণ সম্পাদক হা:মারুফ আহমদ,সহ- প্রশিক্ষণ সম্পাদক হা:ফখরুল ইসলাম,শিক্ষা ও সংস্কৃতিক সম্পাদক মনসূর আহমদ,সহ- শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক হা:ইয়াছিন আহমদ,তথ্য ও প্রযুক্তি সম্পাদক তুহিন আহমদ,সহ তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো:ছাদিকুর রহমান,সদস্য-মো: শাহিদুল ইসলাম,মো:মুমিনুল হক,রায়হান আহমদ,মেহেদী হাসান,রানা মিয়া,হা:শাহিন আহমদ,হা:আরকান আলী,মো:নাসির উদ্দিন, মো:ইসমাঈল হুসেন,মো:সাইদুর রহমান,মো:শামসুজ্জামান।

একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top