★সন্ত্রাস-জঙ্গীবাদ নয়, পারস্পরিক সম্প্রীতি ও সহনশীলতার মানবিক আদর্শই হচ্ছে আনজুমানে আল ইসলাহ’র আদর্শ - হযরত আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী★


আহলে সুন্নাত ওয়াল জামাআতের পতাকাবাহী সংগঠন আনজুমানে আল ইসলাহ ইউকের সেন্ট্রাল কাউন্সিলের ত্রিবার্ষিক সাধারণ সভা (এজিএম) ও নির্বাচন অনুষ্ঠিত হয় গত ১০ এপ্রিল সোমবার ম্যানচেস্টারের ইকবাল ব্যাংকুয়েটিং হলে।
ইউকের বিভিন্ন শহর থেকে বিপুল সংখ্যক সদস্য এবং উলামায়ে কিরামের উপস্থিতিতে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর কেন্দ্রিয় সভাপতি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী।
আনজুমানে আল ইসলাহ ইউকের প্রেসিডেন্ট শায়খুল হাদীস আল্লামা হাফিজ আবদুল জলিল সাহেবের সভাপতিত্বে ও জয়েন্ট সেক্রেটারী মাওলানা এম এ কাদির আল হাসানের উপস্থাপনায় অনুষ্ঠিত সাধারণ সভায় ত্রিবার্ষিক রিপোর্ট উপস্থাপন করেন সংগঠনের জেনারেল সেক্রেটারী ও দারুল হাদীস লাতিফিয়া লন্ডনের প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ হাসান চৌধুরী। 
ত্রিবার্ষিক একাউন্ট উপস্থাপন করেন সংগঠনের ট্রেজারার মাওলানা শিহাব উদ্দীন এবং প্রস্তাবিত সংশোধনী উত্থাপন করেন জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ বদরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে হযরত আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী বলেন, ইসলামে জঙ্গীবাদ তথা টেরোরিজম-এক্সট্রিমিজম এর কোন স্থান নেই। রাসূলে পাক (সা.) পরিচালিত রাষ্ট্র ব্যবস্থায় সকল ধর্মের সকল বর্ণের মানুষকে দেয়া হয়েছে মানবিক অধিকার। পারস্পরিক সম্প্রীতি ও সহনশীলতার সামাজিক এই আদর্শই হচ্ছে আনজুমানে আল ইসলাহ’র আদর্শ। তিনি বলেন, মানুষকে ভালবাসা এবং চারিত্রিক সৌন্দর্য বিকাশের মাধ্যমেই একজন মুসলমান পরিপূর্ণ মুমীন হতে পারে। মাযহাব অনুসরণকারী তাসাউফপন্থী কোন মুসলমানকে সন্ত্রাস-জঙ্গীবাদে লিপ্ত হতে দেখা যায়না। তাই ইমামদেরকে কেবল নামাজের ইমামতির দায়িত্ব পালন করলেই চলবে না, সঠিক আক্বিদা-বিশ^াস প্রচারের দায়িত্বও নিতে হবে; আলিম-উলামা, মুফাস্সির-মুবাল্লিগদেরকেও ইসলামের সত্য-সঠিক ব্যাখ্যা উপস্থাপনের মাধ্যমে সমাজ সংশোধনের কাজে সক্রিয় অংশ গ্রহণ করতে হবে। আর হকপন্থী আলেম-উলামা ও সাধারণ মুসলমানকে একত্রিত করণের মাধ্যমে সমাজ সংশোধনের মহত্তম দায়িত্ব পালনের জন্যই জন্ম হয়েছে আনজুমানে আল ইসলাহ’র। তিনি মাযহাব ও তাসাউফপন্থী সকল মুসলিম জনতাকে আনজুমানে আল ইসলাহর কার্যক্রমে অংশিদার হওয়ার উদাত্ত আহবান জানান।
হাফিজ আনহার আহমদের কুরআন তিলাওত, দারুল হাদীস লাতিফিয়া নর্থওয়েস্টের শিক্ষাথীদের নাতে রাসূল এবং মাওলানা ফখরুল ইসলামের ইসলামী সঙ্গীত পরিবেশনের মাধ্যমে সূচিত হওয়া সাধারণ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্যান্ডওয়েল কাউন্সিলের প্রথম বাঙালী ও মুসলিম মেয়র আলহাজ¦ আহমদুল হক এমবিই, আনজুমানে আল ইসলাহ ইউকের উপদেষ্টা আলহাজ¦ গোলাম মোস্তফা চৌধুরী এমবিই, ময়নুল আমীন বুলবুল, আলহাজ¦ সুরাবুর রহমান, লাতিফিয়া ক্বারী সোসাইটির প্রেসিডেন্ট মাওলানা মুফতী ইলিয়াছুর রহমান, সেক্রেটারি মাওলানা মুফতী আশরাফুর রহমান, মাওলানা সাদ উদ্দিন সিদ্দিকী, হাজী আরজু মিয়া মিয়া প্রমুখ।
এতে বক্তব্য রাখেন দারুল হাদীস লাতিফিয়া নর্থওয়েস্টের প্রিন্সিপাল মাওলানা সালমান আহমদ চৌধুরী, আনজুমানে আল ইসলাহ গ্রেটার লন্ডন ডিভিশনের প্রেসিডেন্ট হাফিজ কয়েছুজ্জামান, ইস্ট ডিভিশনের প্রেসিডেন্ট আলহাজ¦ আবদুস সালাম, গ্রেটার ম্যানচেস্টার ডিভিশনের প্রেসিডেন্ট মাওলানা আবদুল মতিন, মিডল্যান্ডস ডিভিশনের সেক্রেটারী আলহাজ¦ মিসবাউর রহমান, কেন্দ্রিয় প্রেস এন্ড পাবলিসিটি সেক্রেটারী মাওলানা ফরিদ আহমদ চৌধুরী।
  • অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দারুল হাদীস লাতিফিয়া লন্ডনের ভাইস প্রিন্সিপাল মাওলানা আবদুল কাহহার, আনজুমানে আল ইসলাহ গ্রেটার লন্ডন ডিভিশনের সেক্রেটারি মাওলানা আবদুল কুদ্দুস, গ্রেটার ম্যানচেস্টার ডিভিশনের ভাইস প্রেসিডেন্ট মাওলানা মুফতী আবদুর রহমান, সেক্রেটারি মাওলানা খায়রুল হুদা খান, ইস্ট ডিভিশনের সেক্রেটারি হাফিজ কাওসার আহমদ, মাওলানা মুফতী আবদুল ওয়াদুদ প্রমুখ।

আনজুমানে আল ইসলাহ ইউকের তিন বছর মেয়াদী নতুন কমিটি গঠন
আল্লামা আবদুল জলিল প্রেসিডেন্ট, মাওলানা মোহাম্মদ হাসান চৌধুরী জেনারেল সেক্রেটারী

এদিকে গত ১০ এপ্রিল সোমবার ম্যানচেস্টারে অনুষ্ঠিত ত্রিবার্ষিক সাধারণ সভায় আনজুমানে আল ইসলাহ ইউকের প্রত্যেক ডিভিশনের নির্বাচিত প্রতিনিধিদের প্রত্যক্ষ মতামতের ভিত্তিতে শায়খুল হাদীস আল্লামা হাফিজ আবদুল জলিলকে প্রেসিডেন্ট, মাওলানা মোহাম্মদ হাসান চৌধুরীকে জেনারেল সেক্রেটারী এবং আলহাজ¦ আবদুস সালামকে ট্রেজারার করে ২০১৭ থেকে ২০২০ সালের জন্য ২৯ সদস্য বিশিষ্ট তিন বছর মেয়াদী নতুন সেন্ট্রাল কমিটি ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও প্রধান অতিথি বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর মুহতারাম সভাপতি হযরত আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, ভাইস প্রেসিডেন্ট মাওলানা নজরুল ইসলাম (লন্ডন), মাওলানা সাদ উদ্দিন সিদ্দিকী (লুটন), মাওলানা ফখরুল হাসান রুতবাহ (ম্যানচেস্টার), মাওলানা শেহাব উদ্দীন (লন্ডন), মোহাম্মদ খুরশিদুল হক (টিপটন), জয়েন্ট সেক্রেটারী মাওলানা এমএকাদির আল হাসান (বার্মিংহাম), মোহাম্মদ বদরুল ইসলাম (লন্ডন), মাওলানা ফরিদ আহমদ চৌধুরী (লন্ডন), অর্গেনাইজিং সেক্রেটারি হাফিজ কয়েছুজ্জামান (লন্ডন), এডুকেশন এন্ড ট্রেনিং সেক্রেটারি মাওলানা সালমান আহমদ চৌধুরী (ওল্ডহ্যাম), প্রেস এন্ড পাবলিসিটি সেক্রেটারি মাওলানা খায়রুল হুদা খান (ম্যানচেস্টার), ওয়েলফেয়ার সেক্রেটারি মোহাম্মদ মিসবাউর রহমান (বার্মিংহাম), মেম্বারশিপ সেক্রেটারি শওকত সিদ্দিকী, কাউন্সিল মেম্বার মাওলানা আবদুল কাহ্হার (লন্ডন), হাফিজ মাওলানা হেলাল উদ্দিন (কিথলী), মাওলানা এমএ আউয়াল হেলাল (লন্ডন), মাওলানা আবদুল মতিন (ব্রাডফোর্ড), হাফিজ সাব্বির আহমদ (কভেন্ট্রি), মাওলানা রফিক আহমদ (বার্মিংহাম), মাওলানা আবদুল কুদ্দুস (লন্ডন), তৌফিক আলী মিনার (বেডফোর্ড), আফতাব আহমদ (নর্থাম্পটন), মোহাম্মদ আবুল কালাম (ওল্ডহ্যাম), হাফিজ বুরহান (লন্ডন), (পদাধিকার বলে) লাতিফিয়া ক্বারী সোসাইটির প্রেসিডেন্ট এবং ইয়ুথ ফোরামের প্রেসিডেন্ট।
একই অধিবেশনে আনজুমানে আল ইসলাহ ইউকে এর অঙ্গসংগঠন লাতিফিয়া উলামা সোসাইটির প্রেসিডেন্ট হিসেবে দারুল হাদীস লাতিফিয়ার শিক্ষক হযরত মাওলানা শেহাব উদ্দীন গোটারগ্রামীকে মনোনীত করা হয়। ইংল্যান্ডে বসবাসরত উলামায়ে কিরামের সমন্বয়ে পূর্ণাঙ্গ কমিটি শীঘ্রই গঠন করা হবে বলে জানানো হয়।

 
Top