বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নিয়মিত পাঠচক্রের তৃতীয় পর্ব বুধবার বাদ মাগরিব তালামীযের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ঢাবি তালামীযের সভাপতি মারজান আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মারুফ হুসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত পাঠচক্রে "কুরআন-হাদীসের আলোকে শবে বরাত" শীর্ষক  মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয় তালামীযের অর্থ সম্পাদক আব্দুল আহাদ। পাঠচক্রে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় অফিস সম্পাদক ছাত্রনেতা মুজতবা হাসান চৌধুরী নুমান। মূল প্রবন্ধে শবে বরাত সম্পর্কে পবিত্র কুরআন-হাদীসে উদ্ধৃতি, সাহাবায়ে কিরাম, তাবিয়ীন ও আইম্মায়ে মুজতাহিদীনের মতামত, শবে বরাতে করণীয় ও বর্জনীয় ইত্যাদি আলোচনা করা হয়।
মূল প্রবন্ধের সমালোচনায় আলোচকরা বলেন, সহীহ হাদীস থাকা সত্ত্বেও যারা শবে বরাত অস্বীকার করেন, তারা মুলত রাসূল (সা.) আনুগত্যকেই অস্বীকার করেন। কেননা কোন বিষয়ে মাত্র একটি সহীহ হাদীস থাকলেও তা অনুসরণ করা প্রত্যেক মুসলমানের উপর আবশ্যক। তাছাড়া শবে বরাতের বিশেষ আমলসমূহ প্রমাণের জন্য সহীহ হাদীস নয়, দয়ীফ হাদীসই যথেষ্ট। কেননা আইম্মায়ে মুজতাহিদীনগণের মতে আমলের ক্ষেত্রে দয়ীফ হাদীসই গ্রহণযোগ্য।
 
Top