বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া বিশ্বনাথ উত্তর উপজেলা শাখার আওতাধীন ১নং লামাকাজী ইউপি শাখার ২০১৭-২০১৮ কার্যকরী পরিষদের কাউন্সিল ও অভিষেক অনুষ্ঠান গতকাল শাখার সভাপতি শেখ বিলাল আহমদের সভাপতিত্বে ও সহ সাংগঠনিক সম্পাদক আনহার আহমদের পরিচালনায় বাদ জোহর লামাকাজী বাজারস্থ কাজী অফিসে অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন সিলেট পশ্চিম জেলার সংগ্রামী অর্থ সম্পাদক হাফিজ শাহিন আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন  সিলেট পশ্চিম জেলার শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আলমগীর হোসাইন। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনাথ উত্তর উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ শাহিনুর আমীন সহকারী নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হান্নান, যুগ্ন সাধারণ সম্পাদক হাফিজ লায়েক আহমদ, অর্থ সম্পাদক মোঃ বদরুল ইসলাম, অফিস সম্পাদক বায়েজিদ আহমদ।
সভায় উপস্থিত সকলের ঐক্যমত্যের ভিত্তিতে হাফিজ সাজ্জাদুর রহমানকে সভাপতি, আবু তাহের মোঃ মিছবাহ সাধারণ সম্পাদক ও আলী হোসাইনকে সাংগঠনিক সম্পাদক করে ৩৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন- সহ সভাপতি জাহেদ আহমদ, হাফিজ সাইফুৃর রহমান, সহ সাধারণ সম্পাদক আনহার আহমদ, জাহিদুজ্জামান, সহ সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম, প্রচার সম্পাদক জুয়েল আহমদ, সহ প্রচার সম্পাদক গিলমান আহমদ সাকিব, তারেক আহমদ, অর্থ সম্পাদক মামুন আহমদ, অফিস সম্পাদক মাহবুবুর রহমান বুলবুল, সহ অফিস সম্পাদক ফাহিম আহমদ, তোয়াহেদ আলী, সুলেমান আহমদ, সহ প্রশিক্ষণ সম্পাদক সাজ্জাদুর রহমান শিবলু, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক ইকবাল আহমদ হিরা, সহ শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মারজান মোঃ রুহি, তথ্য ও প্রযুক্তি সম্পাদক জসিম উদ্দিন, সহ তথ্য ও প্রযুক্তি সম্পাদক আবু বকর।
নির্বাহী সদস্য : আবুল হোসেন, ইকবাল হোসেন, আব্দুল কাদির।

একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top