বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার সাবেক কেন্দ্রিয় প্রশিক্ষন সম্পাদক কুলাউড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী মাওঃফজলুল হক খান সাহেদ বলেছেন, ফুলতলী ছাহেব কিবলাহর মাধ্যমে এই দেশের একঝাক ছাত্র সমাজ সঠিক আকিদার সন্ধান খুজে পেয়েছে,আর তারা হলো তালামীযে ইসলামিয়া।তালামীযে ইসলামিয়ার কর্মীরা ছাহেব কিবলাহর যোগ্য উত্তরসুরী হয়ে সঠিক ইসলামের খেদমত আঞ্জাম দিতে হবে।বর্তমান সময় হচ্ছে সবচেয়ে বড় ফিতনার যুগ।ইসলামকে ধবংশ করার জন্য ইসলামের নাম নিয়ে মুনাফিকরা ইসলামের ক্ষতি করায় লিপ্ত।তাদের বিরুদ্ধে তালামীযের কর্মীরা সজাগ থাকতে হবে।
ইসলামী আন্দোলনের পথে বাধা আসবেই। বৈরি পরিবেশের সম্মুখীন তুমাদের হতেই হবে। কিন্তু কোনো বাধা বা বৈরি পরিবেশ তুমাদের সঠিক পথ চলায় অন্তরায় হতে যেন না পারে । আদর্শের পথে অবিচল থেকে তুমাদের পথ চলতে হবে।
---------------------
আদর্শ সমাজ গড়তে আদর্শবান মানুষ তৈরি করতে হবে
----মুহাম্মদ উসমান গণি
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রিয় পরিষদের সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ উসমান গণি বলেছেন, আজকের এই অশান্ত পৃথিবীতে শান্তির জন্য মানুষ হাহাকার করছে । আদর্শিক বিপর্যয়ের শূন্যতার কারণে তা আরও বয়াবহ রুপ ধারন করছে । সমাজ জীবনে সকল অসামাজিক, অনৈতিক, কার্যকলাপ বিলোপ সাধনে আদর্শবান মানুষদেরকেই এগিয়ে আসতে হবে । আদর্শবান মানুষ ছাড়া সামাজিক পরিবর্তন সম্ভব নয়।এক্ষেত্রে তরুণদের ভুমিকা থাকবে অগ্রগণ্য ।আজকের তরুণদেরকে তাদের সামাজিক দায়বদ্ধতাটুকু পালনের নিমিত্তে ,আদর্শবান মানুষ তৈরি করার লক্ষে, তাদের আত্নিক, নৈতিক ও মানবিক যোগ্যতা বিকাশে তালামীযে ইসলামিয়া কাজ করে যাচ্ছে । গত ০৩ আগস্ট বৃহস্পতিবার বাদ মাগরিব হইতে ভাটেরা দারুস সুন্নাহ দাখিল মাদরাসা কনফারেন্স রুমে ভাটেরা ইউনিয়ন তালামীযের উদ্যোগে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ও প্রধান প্রশিক্ষকের পৃথক পৃথক বক্তব্যে তারা উপরোক্ত কথাগুলো বলেন ।
শাখা সভাপতি ইসমাইল হাসান শাকিলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজ বাবলু আহমদ ও যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মুজিবুর রহমানের সঞ্চালনায় ভাটেরা কলেজ তালামীযের সাধারণ সম্পাদক ক্বারী জাহাংগীর হোসেন সেজুর কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। উক্ত প্রশিক্ষণ কর্মশালা উদ্ভোধকের বক্তব্য রাখেন ভাটেরা ইউনিয়ন আল ইসলাহর সভাপতি মাওঃ কাজী শাতির খান সাহেব, প্রধান বক্তার বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক খন্দকার অজিউর রহমান আসাদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী সদস্য সাইফুর রহমান চৌধুরী শিপু,সিলেট মহানগরীর সহ সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, কুলাউড়া উপজেলা আল ইসলাহর সহ সাধারণ সম্পাদক এহসানুল মাহবুব জাকির,পৌর আল ইসলাহর সহ সাধারণ সম্পাদক মুফতি হাবিবুর রহমান হাসানী,কুলাউড়া উপজেলা তালামীযের সাবেক অর্থ সম্পাদক হাফিজ রাশেদ আহমদ,কুলাউড়া উপজেলা সভাপতি শাহজাহান আহমদ,সহ সভাপতি আশরাফুল ইসলাম আবুল সাধারণ সম্পাদক আফজাল হুসেন সাজু,ভাটেরা ইউনিয়ন আল ইসলাহর সাধারণ সম্পাদক হাফিজ হিফজুর রহমান সিদ্দিকি,সহ সভাপতি মাওঃ সদর উদ্দীন সিদ্দিকি,চৌধুরীবাজার আলিম মাদরাসার সহকারি শিক্ষক মাওঃনাজমুল ইসলাম।
এ সময় আরো উপস্থিত ছিলেন ভাটেরা ইউনিয়নের ০৮ নং ওয়ার্ডের সদস্য আব্দুল কাইয়ুম, কাদিপুর ইউনিয়ন তালামীযের সভাপতি জিয়াউর রহমান খান মিতুল,ব্রাম্মনবাজার ইউনিয়ন তালামীযের সভাপতি জামাল আহমদ, বরমচাল ইউনিয়ন তালামীযের সদস্য সচিব সাহেল আলী চৌধুরী,ভুকশিমইল ইউনিয়ন তালামীযের সাংগঠনিক সম্পাদক শামছুল ইসলাম সহ প্রমুখ।
একটি মন্তব্য পোস্ট করুন Blogger Facebook