তালামীয নিউজ ডেস্কঃ রাষ্ট্রধর্ম ইসলাম নিয়ে যে কোন ধরণের ষড়যন্ত্র বরদাশত করা হবে না বলে হুশিয়ারি দিয়েছেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ সিলেট মহানগরীর নেতৃবৃন্দ। শুক্রবার বাদ জুমআ সোবহানীঘাটস্থ সংগঠনের কার্যালয়ে এক জরুরী বৈঠকে নেতৃবৃন্দ এ হুশিয়ারি দেন। 


বক্তারা বলেন- সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সকল ধর্মের মানুষ এখানে শান্তিপূর্ণ সহাবস্থান করে আসছে। কিন্তু হঠাৎ করে একটি মহল রাষ্ট্রধর্ম ইসলাম নিয়ে নতুন ষড়যন্ত্র শুরু করেছে। দেশের শান্তি শৃঙ্খলা বিনষ্টের জন্য এই চক্রটি এমন পথ বেছে নিয়েছে বলে আমরা মনে করি। ৯০ ভাগ মুসলমানের এই দেশে ইসলামই রাষ্ট্রধর্ম থাকবে। যদি ইসলাম নিয়ে কোন ধরণের ষড়যন্ত্র হয়, তাহলে তা কোনভাবেই মেনে নেওয়া হবে না।



আনজুমানে আল ইসলাহ সিলেট মহানগর শাখার সভাপতি আলহাজ্ব শাহজাহান মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ আজির উদ্দিন পাশা’র পরিচালনায় বৈঠকে বক্তব্য রাখেন- সংগঠনের সহ-সভাপতি অধ্যাপক মাওলানা আব্দুল মোছাব্বির, সহ-সাধারণ সম্পাদক মাওলানা আব্দুস সবুর, সাংগঠনিক সম্পাদক মাওলানা আতাউর রহমান, মাওলানা সৈয়দ কুতবুল আলম, মাওলানা ফয়জুল হক, মাওলানা আমিরুল ইসলাম, মাওলানা তরিকুল ইসলাম, হুমায়ুন কবির চৌধুরী, হাফিজ আতাউর রহমান প্রমুখ।


 
Top