কবি রফিকুল ইসলাম মুবিন
দীদারের আশায় আছি
পৃথিবীর সব কিছু ভুলতে পারি
রাসুল প্রেমে যদি দেই পাড়ি
ওগো রাসুল প্রেমিক বানাও
তোমার প্রেমের শরাব পিলাও।
তুমি শাহানশাহে নবী সারোওয়ার
তোমার তারিফ গান পাক পরোওয়ার
তোমার নূরের বাতি পরানে জ্বালাও।
তোমার পরশ চাই পিয়ারা হাবিব
মধুর দীদার মোরে কর নছিব
হেদায়াতের বাণী আমায় শুনাও।
তোমার নামে ডাকে সাগরের বান
তোমার দুরুদ আনে রুহের পরান
তোমার প্রিয় পথে আমায় চালাও।