আইনুদ্দীন আলী
ছিলে তুমি বাংলার সুলতান
আতংক জালিমের,
ছিলে তুমি সুহৃদয়বান
অসহায় মজলুমের।
ছিলে তুমি প্রিয় রাহবার
পথহারা মানুষের,
ছিলে তুমি হুশিয়ার
বিপদে ইসলামের।
ছিলে তুমি নবীর আশিক
দুশমন মুনাফিকের,
ছিলে তুমি দেশ প্রেমিক
যোদ্ধা জিহাদের।
ছিলে তুমি প্রতিবাদী
নাস্তিক মুর্তাদের,
ছিলে তুমি জামানার হাদী
খনি মা'রিফাতের।
ছিলে তুমি ত্রানকর্তা
শরীয়াত হাকিকাতের,
ছিলে তুমি শ্রেষ্ট দাতা
সবার দুর্দিনের।
ছিলে তুমি অবিভাবক
দুস্থ এতিম অনাথের,
ছিলে তুমি শান্তির বাহক
আলো ছিলে আধারের।
ছিলে তুমি রইসুল কুররা
উস্তাদ ক্বারীদের,
ছিলে তুমি অগাধ ঙ্গানী
কোরআন হাদীসের।
ছিলে তুমি ফুলতলী
তোমায় কি করে ভুলি।।
একটি মন্তব্য পোস্ট করুন Blogger Facebook