জসিম উদ্দিন
তালামীয এই বক্ষে গাঁথা
চেতনার স্রোতে বহমান,
যার হাতে গড়া কাফেলা
ফুঁলতলী বীর সুলতান।
তালামীয দু'চোখের তারায়
সংগ্রামী পথে হাঁক ছাড়ে,
ভ্রান্তির সীমা দখল করে
সুন্নিয়াতের ঝান্ডা উড়ে।
তালামীয মাদানী কাফেলা
শাখা যাহার ফুঁলতলী,
আমরা তাঁর আশেক দল
সেই কাফেলার বুলবুলি।
বাতিল যত মাথা নত
এই কাফেলার গন্ধ নেয়,
সত্য পথে যাত্রা মোদের
হার মেনে পথ ছেড়ে দেয়।
দেহের রক্তে সিক্ত করে
সংগ্রামী হলো তালামীয,
ক্বলবে ছালিম আশা নিয়ে
গেঁথে দিলাম নূরী বীজ।
এই কাফেলা ক্ববুল করো
মাদীনার পাগল তালামীয,
অতৃপ্ত এক সাধন প্রেমে
মুর্শীদি জান্নাতি তাবীজ।
একটি মন্তব্য পোস্ট করুন Blogger Facebook