বাংলাদেশে আন্জুমানে তালামীযে ইসলামিয়া সিলেট জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ গতকাল ১২ এপ্রিল মঙ্গলবার সকালে হযরত শাহজালাল ও হযরত শাহপরাণ (র.) এর কটুক্তিকারী কথিত মৌলভী আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এর সিলেট প্রবেশ ও জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠেয় ২১ এপ্রিলের অনুষ্ঠান বন্ধের দাবিতে সিলেটের জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন বরাবরে স্বারকলিপি প্রদান করেছেন।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, মৌলভী আব্দুর রাজ্জাক তার এক বক্তব্যে হযরত মঈনুদ্দিন চিশতী, হযরত শাহজালাল, শাহপরান ও গোলাবশাহ (র.) সহ আউলিয়ায়ে কেরামদের মাজার লাথি মেরে গুড়িয়ে দেয়ার হুমকি দেয়। যা দেশের আউলিয়া ভক্ত মুসলমান এবং সিলেটবাসীকে ক্ষুব্ধ করে তুলেছে। এমনকি সে সময়ে সময়ে রাষ্ট্রবিরুধী নানান বক্তব্য দিয়ে বেড়াচ্ছে।
শাহজালাল (র.) এর পুণ্যভূমি সিলেটের মানুষ কখনো এ রকম আউলিয়া বিরোধী ও দেশবিরোধীকে সিলেটে প্রবেশ করতে দেবেনা। স্মারকলিপিতে নেতৃবৃন্দ যে কোন মুল্যে তার সকল অপতৎপরতা প্রতিহত করার মত ব্যক্ত করেন।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন সিলেট মহানগর শাখার সভাপতি হুমায়নুর রহমান লেখন, সিলেট পুর্ব জেলার সভাপতি মুহাম্মদ উসমান গণি, পশ্চিম জেলার সভাপতি সুলতান আহমদ সহ জেলা ও মহানগর নেতৃবৃন্দ।