♦আমাদের শির চির উন্নত♦  
 এমরান হোসেন

আমরা মুসলিম
চির উন্নত মম শির
আমরা তালামীয
জিহাদ মাঠে বিপ্লবী বীর। 
--------------------------------------------
আমরা রাসুলের সৈনিক
নির্ভেজাল মোদের ঈমান
আমরা বীর মুজাহিদ
ভয় করিনা তুক-কামান। 
--------------------------------------------
আমরা আশিকে মুস্তফা
পারিনা সইতে রাসুলের অপমান
আমরা আউলিয়া প্রেমী
তাইতো গাই আউলিয়াদের শান। 
--------------------------------------------
আমরা হোসাইনি সেনাদল
বুকেতে আছে মোদের ঈমানী বল
আমরা মদিনাওয়ালার পাগল
মদিনাওয়ালাই মোদের বল।।
 
Top