"বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় পরিষদ ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে- 'মসজিদুল আকসায় আজান বন্ধ ও মুসলিম হত্যার প্রতিবাদে' ওসমানীনগর উপজেলা তালামীযের উদ্দোগ্যে আজ ২৬ শে জুলাই রোজ বুধবার বিকাল ০২.০০ ঘটিকায় গোয়ালাবাজার হাজী মসজিদ প্রাঙ্গণ থেকে এক বিশাল 'বিক্ষোভ মিছিল' বের হয়। মিছিলটি ঢাকা- সিলেট মহাসড়কের উত্তরদিকে লাইটেস স্টেন্ড ঘুরে দক্ষিণে স্কুল রোড পর্যন্ত গিয়ে শেষ হয়। তারপর সেখানে উপজেলা তালামীযে সভাপতি- সালেহ আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাঃ আনোয়ার হুসেনের পরিচালনায় এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেনঃ তালামীযের কেন্দ্রীয় সহ- সাধারণ সম্পাদক ছাত্রনেতা- হুমায়ুনুর রহমান লেখন। প্রধান বক্তার বক্তব্য রাখেনঃ তালামীযের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ছাত্রনেতা- সুলতান আহমদ।বিশেষ অতিথির বক্তব্য রাখেনঃ ওসমানীনগর উপজেলা আল-ইসলাহর সাধারণ সম্পাদক জননেতা মাওঃ এম. এ. রব, সাংগঠনিক সম্পাদক - আব্দুল মতিন গজনবী। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেনঃ সাংবাদিক- মাওঃ আবুল কালাম আজাদ, উমরপুর ইউ.পি আল- ইসলাহর সাধারণ সম্পাদক হাঃ মুহাম্মদ আজাদ আলী, আল- ইসলাহ নেতা মাওঃ ইউনুছ আলী, আবুল ফজল মোঃ তোহা, মাওঃ আব্দুল কাইয়ুম, ইমদাদুর রহমান লিলু ও হাজী পংকী মিয়া।
পথসভায় বক্তারা বলেনঃ মসজিদুল আকসা মোসলমানদের প্রথম ক্বিবলাহ, যা বিশ্ব মুসলিমের অস্তিত্বের খোরাক, আত্মার স্পন্দন। আর সেই মসজিদে আযান বন্ধ করা এবং ফিলিস্তিনি নিরিহ মোসলমানদের হত্যা করা কেবল মানবধিকার লঙ্গনই নয় বরং মুসলিম জাতিকে চরম অবমাননা।
তাই বাংলাদেশ সরকারের মাধ্যমে জাতিসংঘকে 'মসজিদুল আকসা' ইস্যুতে সন্ত্রাসী রাষ্ট্র ইসরাইলের বিরোদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহনের দাবি জানান বক্তারা। সেই সাথে বিশ্ব মুসলিমের ঐক্যবদ্ধের ও আহবান জানান তারা।
সভায় আরো উপস্থিত ছিলেনঃ উপজেলা তালামীযের সহ- সভাপতি হাঃ আব্দুল আমিন, সহ- সাধারণ সম্পাদক- রুহেল আহমদ, সাংগঠনিক সম্পাদক- মকসুদ চৌধুরী, সহ- সাংগঠনিক সম্পাদক- হাঃ আব্দুল আলীম, গোয়ালাবাজার ইউ.পি তালামীযের সভাপতি-মাহবুব খাঁন, সাধারণ সম্পাদক- জাকির হোসাইন, উমরপুর ইউ.পি সভাপতি - এইচ. এম. রাসেল আহমদ, সাধারণ সম্পাদক- হাঃ সামাদ আলী, তাজপুর ইউ.পি সভাপতি- ফেরদৌস আহমদ, সাধারণ সম্পাদক- আব্দুল মজিদ, দয়ামীর ইউ.পি সভাপতি- ফয়ছল আহমদ, সাধারণ সম্পাদক- তোফাজ্জল হোসেন রুম্মান, উছমানপুর ইউ.পি সভাপতি - আজিজুল হক, সাধারণ সম্পাদক- জুনায়েদ আহমদ, বুরুঙ্গা ইউ.পি সভাপতি- জিয়াউর রহমান, সাধারণ সম্পাদক- ক্বারি জাহান আহমদ, সাদিপুর ইউ.পি সভাপতি - হাঃ মোজাক্কির আহমদ, সাধারণ সম্পাদক- নুর উদ্দিন, তালামীয কর্মী শুহেদ আহমদ, আলতাব হোসেন, রাহেল আহমদ, মাছুম আহমদ ও মাহদী হাসান প্রমুখ। এছাড়া প্রতিটি ইউ.পি শাখা, আঞ্চলিক শাখা, ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ সহ সর্বস্তরের মুসলিম জনতা উক্ত মিছিলে সতস্ফুর্তভাবে যোগ দেন।
পরিশেষে মাওঃ খুরশেদ আলম সাহেবের দোয়ার মধ্যদিয়ে পথসভা সমাপ্ত হয়।"
একটি মন্তব্য পোস্ট করুন Blogger Facebook