বিশ্বনাথে আল-আকসা মসজিদে হামলার প্রতিবাদে বুধবার বাদ যোহর উপজেলা তালামীযের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মিছিলটি উপজেলা সদরের আলিয়া মাদ্রাসা প্রাঙ্গন থেকে বের হয়ে প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে বাসিয়া সেতুর ওপরে পথসভায় মিলিত।
বিশ্বনাথ দক্ষিণ উপজেলা তালামীযের সভাপতি মুহাম্মদ আবুল কাশেমের সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক হেলাল আহমদ সেবুলের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আল ইসলাহ যুক্তরাজ্য টাওয়ার হ্যামলেট’র জেনারেল সেক্রেটারী মাওলানা সিরাজুল ইসলাম সা’দ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা আল ইসলাহ’র সহ-সাধারণ সম্পাদক মাওলানা আকমল হোসেন শাকুর, বিশ্বনাথ দক্ষিণ উপজেলা তালামীযের সাবেক সাধারণ সম্পাদক মাওলানা ছাদীকুর রহমান সিরাজী, সাবেক তালামীয নেতা মাওলানা শরিফ উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন বিশ্বনাথ দক্ষিণ উপজেলা তালামীযের সহ-সাংগঠনিক সম্পাদক হাফিজ নাঈম আহমদ।
বক্তারা বলেন, আল-আকসা মুসলিম উম্মাহর ঈমানের অংশ, আল-আকসার দেয়ালে আঘাত করলে সারা বিশ্বের মুমিন-মুসলমানদের কলিজায় আঘাত লাগে। সুতরাং মুসলিম বিশ্বের শীর্ষ নেতৃবৃন্দ সোচ্চার হয়ে আল-আকসাকে মুক্ত করুন। জাতিসংঘের ওপর নির্ভর করলে হবেনা। এটা মুসলমানদের স্বার্থ রক্ষার সংঘ নয়। সময় এসে গেছে মুসলিম বিশ্বের আলাদা জাতিসংঘ গঠন করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা তালামীযের সাবেক সভাপতি মাওলানা আজিজুর রহমান, মিয়ারবাজার আলীম মাদ্রাসার শিক্ষক নাজমুল ইসলাম চৌধুরী, লতিফিয়া ইর্শাদিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক মাওলানা আবদুল গফুর, মাওলানা লুৎফুর রহমান, লতিফিয়া ক্বারী সোসাইটি বিশ্বনাথ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মঞ্জুর আহমদ, আল-ইরশাদ লতিফিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক মাওলানা নুরুল ইসলাম, বিশ্বনাথ দক্ষিণ উপজেলা তালামীযের সহ-সভাপতি ইসলাম উদ্দিন লতিফী, আবদুল মুক্তাদির ফয়ছল, সাধারণ সম্পাদক হাফিজ ময়নুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আজাদুল ইসলাম, প্রচার সম্পাদক রুহুল আমীন তালুকদার, অর্থ সম্পাদক হোসাইন আহমদ রাজন, সহ-প্রশিক্ষণ সম্পাদক নুরুল ইসলাম মুবীন, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আবদুল গফ্ফার, সদস্য বিল্লাহ আহমদ, জাকির আহমদ, ফারুক আহমদসহ বিভিন্ন ইউনিয়ন,মাদ্রাসা ও ওয়ার্ড শাখার তালামীযের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
একটি মন্তব্য পোস্ট করুন Blogger Facebook