বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সুনামগঞ্জ জেলা শাখার সহ সাংগঠনিক সম্পাদক আলী মুহাম্মদ ইউসুফ বলেছেন, তালামীযে ইসলামিয়া যে আদর্শ মানুষ সৃষ্টি করতে পারে এর বাস্তব উদাহরণ আমাদের বজলু ভাই, বজলু ভাইয়ের নেতৃত্বে তৃণমূল পর্যায়ে তালামীযে ইসলামিয়া যে আলোড়ন সৃষ্টি করেছে, তা আমাদের জন্য এক বিরল প্রাপ্তি । আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকাবাহী এই সংঠনের জন্মলগ্ন থেকে অনেক আন্দোলন-সংগ্রামের সোনালী অর্জন রয়েছে । এই অর্জনের ধারাকে অব্যাহত রাখতে আমাদেরকে বজলু ভাইয়ের মতো সুন্নতে নববীর অনুস্বরনের মাধ্যমে নিরলস ভাবে কাজ করে যেতে হতে হবে । তিনি আজ বেলা ২ ঘটিকার সময় বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া জগন্নাথপুর পূর্ব উপজেলা শাখার সহ সাধারণ সম্পাদক ও পাটলী ইউনিয়ন শাখার সভাপতি বজলুর রহমান হাবীব এর বিদেশ যাত্রা উপলক্ষে ইউনিয়ন তালামীযের কার্যালয়ে, তালামীযে ইসলামিয়া ২ নং পাটলী ইউনিয়ন শাখা কতৃক আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য উপরোক্ত কথা গুলো বলেন । ইউনিয়ন শাখার সহ সভাপতি আব্দুল ওয়াহিদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজ শাহ আলমের পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন জগন্নাথপুর পূর্ব উপজেলা তালামীযের সভাপতি আব্দুল গনী সোহাগ, বিশেষ অতিথির রাখেন জগন্নাথপুর পৌর আল ইসলাহর সভাপতি মাওলানা নুরুল হক, জগন্নাথপুর পূর্ব উপজেলা তালামীযের সহ সভাপতি হাফিজ তাজ উদ্দীন, সাংগঠনিক সম্পাদক ছালেহ আহমদ ছালিক, মুহাম্মদ সুলেমান আল আজাদ, প্রধান বক্তার বক্তব্যে আব্দুল গনী সোহাগ বলেন, বজলু ভাই ছিলেন আমাদের প্রেরণার উৎস, বজলু ভাই চলে যাওয়ার অর্থ এই নয় যে, আমরা নিস্তেজ হয়ে যাওয়া । বরং তার ত্যাগ তিথিক্ষাকে অনুস্বরণ করে কার্যক্রমকে আরো দুর্বার গতিতে এগিয়ে নিতে হবে এবং বজলু ভাই যেহেতু পবিত্র নগরী মক্কা-মদিনায় যাচ্ছেন জিয়ারতে বায়তুল্লাহ শরীফে বজলু ভাই যেন আমাদের কথা স্বরণ রাখেন, আমরাও দোয়া করি আল্লাহ যেন তাকে হালাল রুজি রোজগারের তাওফিক দান করেন । অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পাটলী ইউনিয়ন আল ইসলাহর প্রচার সম্পাদক শানুর আলী, তালামীযের সহ সাধারণ সম্পাদক হাফিজ জুবায়ের আহমদ, সালমান আহমদ, প্রচার সম্পাদক সেজু কুরেশী, সহ প্রচার সম্পাদক হাফিজ লুকমান, অর্থ সম্পাদক মোহাম্মদ আলী, অফিস সম্পাদক আব্দুস শাহাদ, মাসেদ মিয়া মাহিদ, হারুনুর রশিদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক রাফু মিয়া, মিজু মিয়া, নূরুল আমিন, আমজদ মিয়া, জাহাঙ্গীর আলম প্রমুখ । পরিশেষে মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি হয় ।
হোম
»
উপজেলা তালামীয
» জগন্নাথপুরে তালামীযের সংবর্ধনা
ইতিহাস-ঐতিহ্যে-কে সমুন্নত রেখে সামনের দিকে এগিয়ে যেতে হবে
----আলী মুহাম্মদ ইউসুফ
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
একটি মন্তব্য পোস্ট করুন Blogger Facebook