বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের সহকারী অধ্যাপক মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলী বলেছেন- আমরা এমন এক রাসূলের উম্মত যাঁর উপর ঈমান আনার শর্তে অন্যান্য নবীগণ নবুওয়াতপ্রাপ্ত হয়েছেন। রাসূল (সা.) নবুওয়াত প্রাপ্ত হয়েছিলেন সকল নবীদের আগে। তাঁর প্রতি বিশ্বাস আনা এবং নিঃসংশয়ে অনুসরণ করা ঈমানের পূর্ব শর্ত। যুগে যুগে এমন অনেক বাতিল ফিরকার উদ্ভব হয়েছে যারা রাসূল (সা.) এর অনুসরণকে জরুরী মনে করেনা অথবা অস্বীকার করে। তারা কেবল কোরআন ছাড়া আর কিছুই মানতে অস্বীকার করে অথচ পবিত্র কোরআনেই আল্লাহ তায়ালা অসংখ্যবার নিজের অনুসরণের কথা বলার সাথে সাথে রাসূল (সা.) এর অনুসরণের কথা বলেছেন। সুতরাং বুঝা গেল রাসূল (সা.) এর অনুসরণের মাধ্যমেই আল্লাহর পূর্ণ অনুসরণ এবং পবিত্র কোরআনের অনুসরণ অর্জিত হয়। আমাদের সকলকে অবশ্যই রাসূল (সা.) এর পূর্ণ অনুসরণ করতে হবে। রবিবার (১৬/০৪/১৭) বাদ মাগরিব বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে আয়োজিত নিয়মিত পাঠচক্রের ২য় পর্বে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় তালামীযের সাধারণ সম্পাদক মোঃ মারুফ হুসাইনের সভাপতিত্বে এবং প্রশিক্ষণ সম্পাদক হোসাইন আহমদ এর সঞ্চালনায় পাঠচক্রে 'মুহাম্মদ (সা.) এর রিসালত এবং তাঁর প্রতি উম্মতের আনুগত্য' শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয় তালামীযের সহ- শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক সাঈদ হোসাইন চৌধুরী এবং তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মিফতাহুল ইসলাম তালহা।
ঢাবি তালামীযের অর্থ সম্পাদক মোঃ আব্দুল আহাদের কোরআন তিলাওয়াতের মাধ্যমে সূচিত পাঠচক্রে আলোচনায় অংশ নেন সংগঠনের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মাসুম আহমদ, অফিস সম্পাদক মুজতবা হাসান চৌধুরী নোমান, ঢাবি তালামীযের সাবেক সভাপতি মোখতার আহমদ, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের মেডিক্যাল অফিসার ডা. দাউদুল ইসলাম, মাদ্রাসা ই দারুল হাবীবের উপ পরিচালক সাইফুল ইসলাম, মহানগর তালামীয নেতা শাইখুল ইসলাম প্রমুখ।
একটি মন্তব্য পোস্ট করুন Blogger Facebook