তালামীয নিউজ ২৪: গত উপজেলা নির্বাচনে প্রথম বারের মত কুলাউড়া  আল ইসলাহ'র মনোনীত প্রার্থী জনাব কাজী ফজলুল হক খাঁন সাহেদ কে কুলাউড়ার জনসাধারণ মানুষ ভাইস চেয়ারম্যান নির্বাচিত করেন।
কুলাউড়া উপজেলার সর্বস্তরের মানুষের এই জন সমর্তনকে কাজে লাগাতে এবারের ইউনিয়ন নির্বাচনে সংগঠনের সমর্তিত প্রার্থী ঘোষনা করেছে বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ, কুলাউড়া উপজেলা শাখা।
কুলাউড়া উপজেলা আল ইসলাহর নেতৃবৃন্দ বলেন,
সমাজে শান্তি, সৃংখলা , বজায় রাখত
ইসলামি সমাজ ব্যাবস্তার জুড়ি নেই।
আর সেটা বাস্তবায়ন একমাত্র আমাদের প্রার্থীরাই পালন করতে পারবে, তাই আগামী নির্বাচনে আল ইসলাহর প্রার্থীদের মুল্যবান ভোট সহযোগীতা করার আহবান জানান ইউনিয়ন বাসিদের কাছে।

উল্লেখ্য আগামী ২৩ এপ্রিল ইউনিয়ন নির্বাচনে
৪নং জয়চন্ডী ইউনিয়নে হাজি আব্দুল জলিল সাহেব চশমা প্রতিক।

৬নং কাদিপুর ইউনিয়নে হাফিজ মাওঃ জিয়াউল হক মুহিত সাহেব মটর সাইকেল প্রতিক।

ও ৯নং টিলাগাঁও ইউনিয়নে ডাঃ কেরামত আলী সাহেব চেয়ারম্যান প্রার্থী হিসেবে
নির্বাচন করবেন।
 
Top