অনলাইন ডেস্কঃ ইসলামের ভুল ব্যাখ্যাকারী, ফেৎনাবাজ লা-মাযহাবীদের সিলেট থেকে অবাঞ্চিতঘোষণা করেছে আশিকানে আউলিয়াসিলেট। গতকাল ২৮ এপ্রিল বৃহস্পতিবার হযরত শাহজালাল (রহ.) মাজার সংলগ্ন এক হলরুমে আশিকানে আউলিয়া সিলেটের সমন্বয় সভায় এ ঘোষণা দেয়া হয়। এ সময় বক্তারা বলেন ফেৎনাবাজ লা-মাযহাবীরা ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে মুসলমানদের ঈমান নষ্ট করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এরা মুসলমানদের ইমাম হযরত আবু হানিফা(রহ.) এর বিরুদ্ধে কথা বলে। এ উপমহাদেশে আমরা যাদের মাধ্যমে ইসলাম পেয়েছি সেইওলী-আউলিয়াদের বিরুদ্ধেও কথা বলে।এমনকি তারা বাংলাদেশ থেকে হযরতশাহজালাল, শাহপরান (রহ.) সহ ওলীদের মাজার লাথি মেরে ভেঙ্গে দেয়ার হুমকি দিয়ে চরম ধৃষ্টতা দেখিয়েছে। সুতরাং ইসলাম, মুসলমান ও ওলী-আউলিয়ার এ।দুশমনদের সিলেট থেকে অবাঞ্চিত করা হল।সিলেটে এদের কোন আস্তানা গড়তে দেয়া হবেনা। এ জন্য প্রশাসনের সু-দৃষ্টিও কামনাকরেছেন বক্তারা। এদিকে লা-মাযহাবীদের অপতৎপরতা বন্ধে সিলেটে আরো ব্যাপক আন্দোলনের ডাক দেয়া হবে বলেওজানিয়েছেন তাঁরা ।সিলেট জেলা ব্যবসায়ী ঐক্যকল্যাণপরিষদের সভাপতি আলহাজ্ব শেখ মোঃ মকনমিয়া চেয়ারম্যন এর সভাপতিত্বে অনুষ্ঠিতসভায় বক্তব্য রাখেন আশিকানে আউলিয়াসিলেটের সমন্বয়ক মুহাম্মদ ফখরুল ইসলাম,মোস্তফা হাসান চৌধুরী গিলমান, আখতারহোসাইন জাহেদ, বাংলাদেশ হযরতশাহজালাল (রহ.) ও ৩৬০ আউলিয়া ভক্তবৃন্দপরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক বীরমুক্তিযুদ্ধা কাজী মোঃ নূরূল আলম চৌধুরী,শেখ মোঃ জালাল ফরিদ উদ্দিন, শাহপরানমাজারের খাদিম ফরিদ গাজী ও শাহ মালুমমাজারের খাদিম কাবুল শাহ। এসময় আরোউপস্থিত ছিলেন ফকির আফসানউদ্দিন,দরগাহ মহল্লার মোঃ জামাল উদ্দিন,শাকের আহমদ,মনতাজ মিয়া ফকির মোঃছালেক শাহ, বাংলাদেশ হযরত শাহজালাল(রহ.) ও ৩৬০ আউলিয়া ভক্তবৃন্দ পরিষদেরসদস্য খাজা শাহ শিবলী ছাদিক, আব্দুলখালিক, শিবলী আহমদ, মোঃ আশরাফ আলীচেরাগ, মোঃ ওয়ারিছ মিয়া, আব্দুল মুকিত,আলহাজ্জ ছালেহ আহমদ, শাহ এমরান, ও শেখ মাসুক মিয়া প্রমূখ।

 
Top