ঢাকায় সৈয়দ আহমদ শহীদ বেরলভী (র.) স্মরণে সম্মেলন ৫ মে
উপমহাদেশের ব্রিটিশ বিরোধী আন্দোলনের সিপাহসালার, আযাদী আন্দোলনের অমর শহীদ, ইমামুত তরীকত, শহীদে বালাকোট হযরত সাইয়িদ আহমদ শহীদ বেরলভী র. এর শাহাদত বার্ষিকী উপলক্ষে আগামী ৫ মে বৃহস্পতিবার সকাল ১১টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমস্থ ‘ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে এক সম্মেলন অনুষ্ঠিত হবে। বালাকোট-চেতনা উজ্জীবন পরিষদের আয়োজনে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুরশিদে বরহক হযরত আল্লামা ইমাদ উদ্দীন চৌধুরী বড় ছাহেব কিবলাহ ফুলতলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কুমিল্লা দারুল আমানের পীর ছাহেব হযরত মাওলানা আবু বকর, ঢাকা খানকায়ে খাস মুজাদ্দেদীয়ার পীর ছাহেব ড. আ ফ ম আবু বকর সিদ্দীক,দারুল ফিকর ওয়াল ইফতা আল ইসলামীর চেয়ারম্যান মুফতী মাওলানা গিয়াস উদ্দীন চৌধুরী ফুলতলী, বাংলাদেশ জমিয়তুল মোদার্রেছীন এর মহাসচিব আলহাজ্জ মাওলানা শাব্বীর আহমদ মোমতাজী, যশোর দ্বরিয়াপুরের পীর ছাহেব অধ্যাপক হাসান আবদুল কাইয়ুম, ছারছীনা দারুসসুন্ন্াহ আলিয়া মাদরাসার প্রিন্সিপাল ড. মাওলানা সৈয়দ শরাফত আলী ছাহেব, ঢাকা বিশ্ববিদ্যালয়েরদর্শন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড.আনিসুজ্জামান,কুমিল্লা সোনাকান্দা দরবারের পীর ছাহেব মাওলানা মাহমুদুর রহমান প্রমুখ। এ ছাড়াও দেশ বরেণ্য পীর মাশায়েখ, আলিম উলামা, ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদগণ উপস্থিত থাকবেন। উক্ত সম্মেলন সফলের লক্ষ্যে গতকাল (৩০. ৪. ১৬) শনিবার এক প্রস্তুতি সভা সিলেট নগরীর সোবহানীঘাটস্থ আনজুমানে আল ইসলাহ’র কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বালাকোট-চেতনা উজ্জীবন পরিষদের সদস্য সচিব মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলীর সভাপতিত্বে ও নজীর আহমদ হেলালের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র মহাসচিব অধ্যক্ষ মাওলানাএ কে এম মনোওর আলী। অন্যান্যের মধ্যে রাখেন আনজুমানে আল ইসলাহ’র কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক অধ্যক্ষ মাওলানা আবু জাফর মো. নুমান, সহ প্রশিক্ষন সম্পাদক মাওলানা ছালেহ আহমদ বেতকোণী, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মাওলানা নজমুল হুদা খান, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা মাহমুদ হাসান চৌধুরী রায়হান, অফিস সম্পাদক মাওলানা আতাউর রহমান, তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ ফখরুল ইসলাম, সিলেট সরকারী আলিয়া মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা আবদুল মুছাব্বির, সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আলহাজ্জ শেখ মখন মিয়া, তালামীযে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. আলমগীর হোসাইন, মাওলানা বেলাল আহমদ, আনজুমানে আল ইসলাহ’র কেন্দ্রীয় সদস্য মাওলানা আজিজুর রহমান, সিলেট জেলা সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাওলানা শুয়াইবুর রহমান, মহানগর সাধারণ সম্পাদক আজির উদ্দীন পাশা, নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের ইংরেজী লেকচারার নোমান আহমদ, তালামীযে ইসলামিয়ার সাংগঠনিক সম্পাদক মুহা. শরীফ উদ্দীন, সাবেক সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহিবুর রহমান, সহ প্রচার ওপ্রকাশনা সম্পাদক দুলাল আহমদ, অফিস সম্পাদক আখতার হোসাইন জাহেদ, সহ শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক লিয়াকত আলী তালুকদার, সিলেট পশ্চিম জেলা সভাপতি সুলতান আহমদ, পূর্ব জেলা সভাপতি উসমান গণী, সিলেট প্রাইভেট ইউনিভার্সিটি জোন তালামীযের সভাপতি মোজতবা হাসান চৌধুরী নোমান, সুনামগনজ জেলা সভাপতি মুহিবুর রহমান আখতার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম তালুকদার, সিলেট মহানগর সহ সভাপতি এনাম উদ্দীন আহমদ, সাধারণ সম্পাদক মাহবুুবুর রহমান ফরহাদ, কেন্দ্রীয় সদস্য সুহাইল আহমদ তালুকদার, আনজুমানে আল ইসলাহ ওসমানীনগর উপজেলা সভাপতি মাওলানা ছাদিকুর রহমান শিবলী, গোলাপগনজ উপজেলা সভাপতি মাওলানা আবদুর রউফ, সদর উপজেলা সহ সভাপতি মাওলানা মুজাহিদ উদ্দীন, লতিফিয়া কারী সোসাইটি বানিয়াচং উপজেলা সভাপতি মাওলানা এ বি এম আলামীন চৌধুরী, তালামীয নেতা সাইফুর রহমান শিপু, তৌরিছআলী, ইসলাম উদ্দীন শরীফ, আমিনুল ইসলাম মাহফুজ মাদানী, আহমদ শরীফ, আরিফ আহমদ, শেখ মনোয়ার হোসেন, হাফিজ সেলিম আহমদ, আবদুল গনী সোহাগ, তাজ উদ্দীন আহমদ হাসান, তোফায়েল আহমদ মিনার, হাবিবুর রহমান, আনোয়ার হোসাইন, সিদ্দিকুর রহমান, আনোয়ার আলম তালুকদার, মুজিবুর রহমান, মাহমুদুল হাসান নোমান, আব্দুল মতিন রাজন, আতিকুর রহমান সাকের, আলী আহমদ চৌধুরী, আজাদ হোসেন, আতিকুর রহমান, রুহুল আমীন, এইচ কে এম নোমান, শেখ রেদোওয়ান আহমদ, জাহেদ আহমদ প্রমুখ।
একটি মন্তব্য পোস্ট করুন Blogger Facebook