তালামীয নিউজ ২৪ ডেস্ক: শুক্রবার, ০৮ এপ্রিল ২০১৬: শামছুল উলামা
হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.) প্রতিষ্ঠিত সংগঠন
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট জেলা ও
মহানগর নেতৃবৃন্দ আলেম নামধারী আব্দুর রাজ্জাক বিন ইউসূফ
কর্তৃক হযরত শাহজালাল মুজাররদে ইয়ামনী ও হযরত শাহপরান
(র.) সহ আউলিয়ায়ে কিরামকে নিয়ে কটুক্তির তীব্র নিন্দা ও
ক্ষোভ প্রকাশ করেছেন।
শুক্রবার (০৮ এপ্রিল) এক যৌথ বিবৃতিতে সংগঠনের সিলেট
মহানগর সভাপতি হুমায়ূনুর রহমান লেখন, সাধারণ সম্পাদক মাহবুবুর
রহমান ফরহাদ, সিলেট পূর্ব জেলা সভাপতি ওসমান গণি, সাধারণ
সম্পাদক আব্দুল খালিক রূহিল শাহ, পশ্চিম জেলা সভাপতি সুলতান
আহমদ ও সাধারণ সম্পাদক ফয়েজ আহমদ তাজির বলেছেন-
কথিত শায়খ আব্দুর রাজ্জাক বিন ইউসূফ হযরত শাহজালাল, শাহপরাণসহ
বাংলাদেশের সর্বজনশ্রদ্ধেয় আউলিয়ায়ে কিরামকে নিয়ে
বিভিন্ন বক্তব্যে কটুক্তি করে আসছে। এমনকি সে এ জমিন
থেকে হযরত মঈনুদ্দীন চিশতি (রহ.), শাহজালাল (রহ.) ও
শাহপরান (রহ) সহ ওলীদের মাজার লাথি মেরে গুড়িয়ে দেয়ার
হুমকি দিয়েছে। তার এ বক্তব্য আউলিয়ায়ে কেরামের শানে
বেয়াদবীমূলক ও অত্যন্ত ধৃষ্ঠতাপূর্ণ।
নেতৃবৃন্দ এ বক্তব্যের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করার
পাশাপাশি এ ধরনের ফিতনাবাজ কথিত আলেমদের সভা-সমাবেশে
ও মিডিয়ায় নিষিদ্ধ ঘোষণার দাবী জানান। নেতৃবৃন্দ আগামী ২১
ফেব্রুয়ারী সিলেট জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে
শিক্ষা সমাবেশের নামে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ফিতনা
সৃষ্টির সমাবেশ বন্ধের আহবান জানিয়ে বলেন- এভাবে
শ্রুতিমধুর নাম সম্বলিত অনুষ্ঠানের আড়ালে দীর্ঘদিন যাবত
আব্দুর রাজ্জাক বিন ইউসুফরা ওলী-আউলিয়াকে নিয়ে কটুক্তি ও
দ্বীন-ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে সরলপ্রাণ মুসলমানদের
বিভ্রান্ত করছে। আউলিয়ায়ে কেরামের পদধূলিতে ধন্য
সিলেটে তাদের বিভ্রান্তিকর কোনো অনুষ্ঠান সিলেটের
মুসলমান কখনো মেনে নেবেনা বরং যেকোন মূল্যে তা
প্রতিহত করবে।
 
Top