ঢাকা প্রতিনিধি: আমীরুল মু’মিনীন, ইমামুত্ তরিকত শহীদে বালাকোট হযরত সায়্যিদ আহমদ শহীদ বেরলভী (র.) স্মরণে অনুষ্ঠিতব্য সম্মেলন ২০১৬ সফলের লক্ষ্যে এক মতবিনিময় সভা ফুলতলী ভবনে অনুষ্ঠিত হয়।
 সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বালাকোট-চেতনা উজ্জীবন পরিষদের সদস্য সচিব হযরত মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলী। এ উপস্থিত ছিলেন বাংলাদেশ
আনজুমানে আল ইসলাহ ঢাকা মহানগর সভাপতি
মুফতি মাওলানা আবু নসর জিহাদী, সহ সভাপতি
মাওলানা আবু ছাদেক মো. ইকবাল খন্দকার,
ডক্টর মাওলানা মোরশেদআলম সালেহী,
সেক্রেটারি মাওলানা মিযানুর রহমান জাহেরী,
সহ সেক্রেটারি মাওলানা মোঃ মাহবুবুল্লাহ,
মাওলানা শফিকুর রহমান আজাদী, বাংলাদেশ
আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় অর্থ
সম্পাদক রেদওয়ান আহমদ চৌধুরী, ঢাকা মহানগর সভাপতি মাছুম আহমদ প্রমুখ ।
 
Top