গতকাল ১মে ১৬ইং রবিবার বিকেলবেলা মাজারের মাঠে এবং খরিদিচর অালিম মাদরাসার মাঠে বাংলাদেশ আনজুমান তালামীযে ইসলামিয়া ও আল-ইসলাহর ছাতক উপজেলা'র পক্ষ থেকে চরমহল্লা ইউনিয়নে
আদনআলী, পুরা কাটি, খরিদিচর,
টেটিয়ার চর, চর মাধব সহ প্রায়
দশটি গ্রামে ঘূর্ণিঝড় ক্ষতিগ্রস্থ অসহায়
৩০০ পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা
হয়।
এ সময় উপস্থিত ছিলেন ফুলতলি (রহ)
সুযুগ্য নাতি মাওলানা গুফরান
আহমদ চৌধুরী, সুনামগঞ্জজেলা আল-
ইসলার সাধারন সম্পাদক আলী অাসগর
খান-সহ ছাতক উপজেলা'র অাল-ইসলাহ ওতালামীযে ইসলামিয়া নেত্রীবৃন্দ গণ।
 
Top