জুড়ী উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্টান শাহ খাকি (র.) হাঃ মাদরাসার প্রধান শিক্ষককের বিদায়ী অনুষ্টান সম্পন্ন।
 তালামীয নিউজ ২৪:: গতকাল দুপুর ২ঘঠিকার সময় হযরত শাহ খাকী (রহ.) হাফিজিয়া মাদরাসায় উক্ত মাদরাসার প্রধান শিক্ষক ও বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া জুড়ী উপজেলা শাখার সভাপতি  হাফিজ এম. এ হাকিম আল হাসানের,  মাদরাসা পরিচালনা কমিটির পক্ষ হতে এক বিদায়ী সংবর্ধনা অনুষ্টানের আয়োজন করা হয়।

মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি জায়েদ আনওয়ার চৌধুরীর সভাপতিত্বে ও মাওঃ শাহেদ চৌধুরীর পরিচালনায়  উক্ত বিদায়ী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জুড়ী উপজেলা আল ইসলাহর সভাপতি মাওঃ আব্দুস শহীদ প্রধান অতিথির বক্তব্যে তিনি আবেগে আপ্লুত হয়ে বলেন, হে মহান শিক্ষা গুরু আপনার এ ঋন আমরা কখন পুরন করতে পারব না
প্রায় তিন বছর আগে আমাদের কাছে এক নেয়ামত হয়ে এসে ছিলেন, অনাবাদী এই কোরআনের ঘরটিকে আজ সাঝানো বাগানের মত করে দিয়ে যাচ্ছেন, এই এলাকায় আপনার এই নিঃস্বার্থ খেদমত স্বর্নাক্ষরে লেখা থাকবে।

হাফিজ ফাহিম আহমদের কোরআন তেলাওয়াতের মাধ্যমে সুচিত অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জুড়ী উপজেলা তালামীযের সাধারণ সম্পাদক এম. এ মকসুদ জুনেদ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ কামরুল ইসলাম, প্রচার সম্পাদক হাফিজ আইনুদ্দীন আলী, অর্থ সম্পাদক জয়নাল ইসলাম আরিফ,  মাদরাসার জমি দাতা বুদুর মিয়া,  পরিচালনা কমিটির সদস্য জাহাঙ্গীর চৌধুরী, লিটন মিয়া।

এ সময় উপস্থিত ছিলেন,  জুড়ী উপজেলা তালামীযের ভারপ্রাপ্ত সভাপতি জয়নাল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক বেলাল আহমদ, সহ প্রশিক্ষন সম্পাদক শাহীন আহমদ সদস্য মিজানুর রহমান পাবেল, আব্দুল মজিদ,  ফারহান হোসাইন  এলাকার গন্যমান্য ও সর্ব সাধারণ জনতা।

উল্লেখ্যঃ হাফিজ এম. এ হাকিম আল হাসান ফেঞ্চুগঞ্জ উপজেলার এক মাদরাসায় যোগদান করায় গতকাল আনুষ্টানিক ভাবে বিদায় নেন।
 
Top