তালামীয নিউজ ২৪::  বাংলাদেশ আনজুমানে তালামীযে
ইসলামিয়া জালালাবাদ থানাধীন
৮নং কান্দিগাও ইউনিয়নের সুজাতপুর
আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক
মাছুম আহমদের (১৯) জানাজা গতকাল বাদ যোহর তার গ্রামের মসজিদ সংলগ্ন
মাঠে সম্পন্ন হয়েছে । পরে তার
পারিবারিক কবরস্থানে তাকে চির
নিদ্রার বিছানায় রাসুলের
মিল্লাতের উপর রেখে আসা হয় ।
উপস্থিত ছিলেন সর্বস্থরের হাজারো
মুসল্লী ।
জানাজা নামাজের পূর্বে তার প্রিয়
সংগঠনের পক্ষ থেকে বক্তব্য রাখেন
সিলেট পশ্চিম জেলা সভাপতি
ছাত্রনেতা সুলতান আহমদ । আরও বক্তব্য
রাখেন কান্দিগাও ইউপি চেয়ারম্যান
নিজাম উদ্দিন, প্রিয় প্রতিষ্ঠান সফির
উদ্দিন স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল
শফিকুর রহমান, সুজাতপুর শাখার
সভাপতি খালেদ আহমদ ।
এসময় আরও উপস্থিত ছিলেন আল ইসলাহ
নেতা ক্বারী শফিকুর রহমান,
জালালাবাদ থানা তালামীয
সভাপতি কবির আহমদ, সাধারণ সম্পাদক
ইসলাম উদ্দিন শরীফ, প্রচার সম্পাদক
এখলাছুর রহমান, সহ-অফিস সম্পাদক
হাফিজ লুৎফুর রহমান, সিনিয়র সদস্য আব্দুল
কাদির, মুশতাক আহমদ, হাফিজুর রহমান,
আখলিছুর রহমান, হাউসা-ধনপুর-যুগিরগাও
সভাপতি আহকামুল ইসলাম, মোগলগাও
ইউপি প্রচার সম্পাদক হাবিবুর রহমান,
কান্দিগাও ইউ পি প্রচার সম্পাদক
ইমরান আহমদ শুকুর,, হাউসা মাদরাসা
সভাপতি লায়েক আহমদ, সম্দপাক শরিফ
আহমদ, পশ্চিম সদর স্কুল ও কলেজ শাখার
সাবেক সভাপতি মুজিবুর রহমান, সফির
উদ্দিন স্কুল ও কলেজ এর সভাপতি সাঈদ
রাসেল, সম্পাদক রুকন উদ্দিন,সহ সম্পাদক
আব্দুল কাদির, জালালাবাদ থানার
স্পেশাল টিমের সদস্য আল ফাহিমসহ
বাছিরপুর আঞ্চলিক শাখা , মীরেরগাও
আঞ্চলিক শাখা, সুজাতপুর আঞ্চলিক
শাখা ও উজান মীরেরগাও আঞ্চলিক
শাখার সকল দায়িয়ত্বশীলবৃন্দ ।
মহান আল্লাহ তাকে জান্নাতে উচ্চ
মাকাম দান করুন এবং তার পরিবারের
সকলকে সবর করার তাওফিক দান কর।
(আমীন)
 
Top