তালামীয নিউজ ২৪ : বাংলাদেশ আনজুমানে
আল ইসলাহ’র সভাপতি বিশিষ্ট ইসলামী
চিন্তাবিদ হযরত আল্লামা হুছামুদ্দীন চৌধুরী
ফুলতলী বলেছেন, রাসুল (সঃ) এর
জীবনের মধ্যে রয়েছে আমাদের
জন্য উত্তম আদর্শ। তিনি ছিলেন একজন
মাহমানব। তিনি দুনিয়ার জীবনে কোন
বাদশাহী, সুখ-সমৃদ্ধি চাননি। তিনি সব সময়
পরকালীন সুখ-শান্তি ও উম্মতের মুক্তি
চেয়েছেন। বিশ্বনবী (সঃ) আমাদের
ত্যাগ ও সবরের শিক্ষা দিয়ে গেছেন।
তিনি ইসলামকে সকল ধর্মের ওপরে
বিজয়ী করতে চেয়েছেন।
তিনি আরো বলেন, বর্তমান সমাজে
ক্যান্সার হয়ে দাঁড়িয়েছে সালাফি ও লা-
মাযহাবীরা। তারা আরেকটি মাযহাব প্রতিষ্ঠা
করেছে। তারা ইহুদীদের দালাল হয়ে
কাজ করছে। মানুষের ঈমান ধ্বংসের
চক্রান্ত করছে। তাদের সাথে
মোকাবিলা করে আমাদের ঈমান ও
ইসলাম রক্ষা করে জান্নাতের পথ সুগম
করতে হবে। তিনি বলেন, মিথ্যা বলা,
গীবত করা, মা-বাবাকে কষ্ট দেয়া- এসব
ত্যাগ করে সুন্দর সমাজ বিনির্মাণে
আমাদের কাজ করতে হবে। তিনি ইসলাম
রক্ষার আন্দোলনে আল ইসলাহ’র
কর্মীদের ঝাঁপিয়ে পড়ার আহ্বান
জানান।
তিনি গত ৮ মে রবিবার দুপুরে
আনজুমানে আল ইসলাহ ইউকে
মিডল্যান্ডস ডিভিশনের উদ্যোগে
বার্মিংহাম ইকবাল ব্যাংকুয়েটিং হলে
আয়োজিত সদস্য সমাবেশ ও কাউন্সিল
অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে
উপরোক্ত কথাগুলো বলেন।
আনজুমানে আল ইসলাহ মিডল্যান্ডস
ডিভিশনের প্রেসিডেন্ট মাওলানা এম এ
কাদির আল হাসানের সভাপতিত্বে ও
জয়েন্ট সেক্রেটারি মাওলানা হুসাম
উদ্দিন আল হুমায়দীর উপস্থাপনায়
অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি এবং
নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত
ছিলেন আঞ্জুমানে আল ইসলাহ
ইউকে এর সেক্রেটারি জেনারেল
মাওলানা মোহাম্মদ হাসান চৌধুরী
ফুলতলী, জয়েন্ট সেক্রেটারি
মোহাম্মদ বদরুল ইসলাম, অর্গেনাইজিং
সেক্রেটারি হাফেজ মাওলানা
কয়েছুজ্জামান, প্রেস ও পাবলিসিটি
সেক্রেটারি মাওলানা ফরিদ আহমদ
চৌধুরী ও নির্বাহী সদস্য মাওলানা
আব্দুল আওয়াল হেলাল।
ক্বারী মাহফুজুল হাসান খানের পবিত্র
কুরআন তেলাওয়াত ও আল মুহিব্বাহ
ইসলামিক শিল্পী গোষ্ঠির পরিচালক
ক্বারী গোলাম মাহফুজের নাশিদ
পরিবেশনের মাধ্যমে শুরু হওয়া উক্ত
সমাবেশে সম্মানিত অতিথি হিসেবে
উপস্থিত ছিলেন লতিফিয়া ফুলতলী
কমপ্লেক্সের ফাউন্ডার মেম্বার
কাউন্সিলার আহমেদুল হক এমবিই ও
আলহাজ নাছির আহমদ, ইউকে আল
ইসলাহ’র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ
এমদাদ হোসাইন ও খুরশেদ উল হক।
সমাবেশে ২০১৩-২০১৫ সনের
রিপোর্ট পেশ করেন মিডল্যান্ডস
আল ইসলাহ’র সেক্রেটারি হাফিজ সাব্বির
আহমদ এবং আর্থিক রিপোর্ট পেশ
করেন ক্যাশিয়ার মোঃ মিসবাউর রহমান।
সমাবেশে অন্যান্যের মধ্যে
উপস্থিত ছিলেন মিডল্যান্ডস আল
ইসলাহ’র ভাইস প্রেসিডেন্ট মাওলানা
রুকনুদ্দীন আহমদ, স্যান্ডওয়েল আল
ইসলাহ’র প্রেসিডেন্ট মাওলানা রফিক
আহমদ ও সেক্রেটারি হাফিজ আলী
হোসেন বাবুল, বার্মিংহাম আল ইসলাহ’র
প্রেসিডেন্ট মাওলানা কাজী সেলিম
উদ্দিন, লেস্টার আল ইসলাহ’র
প্রেসিডেন্ট হাজী আব্দুল কাইয়ুম,
ওয়ালসল আল ইসলাহ’র প্রেসিডেন্ট
হাজী আব্দুল কাদির ও সেক্রেটারি
মাওলানা গুলজার আহমদ, স্পেন আল
ইসলাহ’র প্রেসিডেন্ট মাওলানা আব্দুর
রাজ্জাক, মাস্টার আব্দুল মুহিত, মাওলানা
আব্দুল মুনিম, মাওলানা আতিকুর রহমান,
মাওলানা মাহবুব কামাল, সাহাব উদ্দিন, সাইফুল
আলম প্রমুখ।
সমাবেশ ও কাউন্সিলে ২০১৬-২০১৮
সালের জন্য নতুন কমিটি গঠন করা হয়।
কমিটি নিম্নরূপ: প্রেসিডেন্ট মাওলানা
এম এ কাদির আল হাসান, ভাইস
প্রেসিডেন্ট মাওলানা হাফিজ সাব্বির
আহমদ, মাওলানা রুকনুদ্দীন আহমদ ও
হাজী আব্দুল কাইয়ুম, জেনারেল
সেক্রেটারি মোঃ মিসবাউর রহমান,
জয়েন্ট সেক্রেটারি মাওলানা হুসাম
উদ্দিন আল হুমায়দী, ক্যাশিয়ার মোঃ
জসিম উদ্দিন প্রেস এন্ড পাবলিসিটি
সেক্রেটারি মাওলানা মাহবুব কামাল,
অর্গেনাইজিং সেক্রেটারি মোঃ সাইফুল
আলম, এডুকেশন এন্ড কালচারাল
সেক্রেটারি গুলজার আহমদ, ট্রেইনিং
এন্ড এমপ্লয়মেন্ট সেক্রেটারি
মাওলানা আমিনুল হাসান, ওয়েলফেয়ার
সেক্রেটারি জয়নাল আবেদীন,
মেম্বারশিপ সেক্রেটারি এটিএম সাদ
উদ্দিন, নির্বাহী সদস্য মোঃ আছাদ
হাসান, হাজী তেরা মিয়া, হাজী আমিরুল
ইসলাম (জামাল) ও শাহ আশরাফ আলী।
সভা শেষে সম্মানিত প্রধান অতিথি
বিশ্বমুসলিমের শান্তি ও সমৃদ্ধির জন্য
বিশেষ মুনাজাত করেন।

একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top