উস্তাযুল কুররা ওয়াল মুহাদ্দিসীন, মুরশিদে বরহক
হযরত আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী
বড় ছাহেব কিবলাহ ফুলতলী'র দু'আ।

বরকতময় রবিউল আউয়াল মাসের প্রথম চাঁদ আকাশে উদিত হয়ে হৃদয়ের ভাষায় বলে " মুমিন মুসলমানগণ, এই মাসে তোমরা রাহমতুল্লিল আলামিনের মহব্বতের শরবত পান করে হৃদয়কে ঈমানী শক্তিতে সঞ্জিবীত কর।"

তোমাদিগকে রাহমাতুল্লিল আলামিনের মহব্বতের শরবত বিতরণ করবে আনজুমানে তালামীযে ইসলামিয়ার কর্মীরা। চারদিকে শুনা যাবে তাদের কন্ঠে নিসৃত সালাত সালামের মধুর সুর। সে সুর প্রতিধ্বনিত হবে জন্মভূমির পাহাড় পর্বতে, নিভৃত পল্লীর শ্যামল সুন্দর প্রান্তরে আর রাজ পথে। এ কাফেলায় অংশ গ্রহণ করবে শিশু, বালক, যুবক ও বৃদ্ধ। তাদের নয়ন সম্মুখে উদ্ভাসিত হয়ে উঠবে গুম্বুদে খাদ্বরা। তারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করবে যে,  আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের সঠিক আকিদা বিশ্বাসের উপর প্রতিষ্টিত থেকে দ্বীনি খেদমতের প্রচেষ্টা অব্যাহত রাখব। আমাদের গন্তব্যস্থল পাক মদিনায়। আমরা ইসলামের নামে সন্ত্রাসী নই, আমরা জন্মভূমিকে ভালবাসি, আমরা মানুষকে ভালবাসি।  আমরা জুলুম -ছিতমের বিরুদ্ধে সোচ্চার।

আমার মতো বায়োবৃদ্ধ,  ব্যর্থ পথিক শুষ্ক হৃদয় মানুষ যারা তোমাদের সাথে অংশগ্রহণ করতে পারেনি তাদের দু'আর মাহফিলে ভুলিওনা।

আল্লাহ তা'আলার দরবারে দু'আ করছি যেন তালামীযে ইসলামিয়ার কর্মীগণ তাদের সর্বকর্ম খালিছ নিয়তে আল্লাহর ওয়াস্তে আনজাম দিতে পারেন। তাদের সব প্রচেষ্টা যেন রাহমাতুল্লিল আলামিনের ওয়াসীলায় আল্লাহ তা'আলার দরবারে মকবুল হয়।

সূত্রঃ -সুবহে সাদিক ২০১৬ ঈসায়ী।
 
Top