তালামীয নিউজ২৪ :ফুলতলী ইসলামিক সেন্টার কভেন্ট্রির পরিচালক ও হযরত সৈয়দ শাহ মোস্তফা
(র.) জামে মসজিদের খতিব আলহাজ
হাফিয সাব্বির আহমদ বলেন, পবিত্র
লাইলাতুল বরাত হচ্ছে ভাগ্য রজনী।
আল্লাহ রাব্বুল আলামীন এ রজনীতে
বনি আদমের বাজেট নির্ধারণ করেন।
প্রতিটি মুসলমান নর-নারী পূণ্যময় এ
রজনী ইবাদত বন্দেগীর মধ্যে
কাটান।
বর্তমানে কিছু সংখ্যক ফিতনাবাজ কুরআন
হাদিসে শবে বরাত নাই বলে বিভ্রান্তি
সৃষ্টির অপতৎপরতা চালাচ্ছেন। যারা এ
অপতৎপরতা চালাচ্ছেন তারা শান্তির ধর্ম
ইসলামকেও নানাভাবে কলুষিত করছেন।
ইসলামের নামে যারা নব্য
জঙ্গীবাদের উত্তাণ ঘটাচ্ছেন, মানুষ
হত্যা করছেন তারাই শবে বরাত ও মিলাদ
মাহফিলের মতো পূণ্যময় আমরকে
অস্বীকার করছেন। এদের থেকে
মুসলমানদের হেফাজত থাকতে হবে।
শতাব্দির পর শতাব্দি ধরে চলে
আইয়াম্মায়ে মুজতাহিদিন ও আউলিয়ায়ে
কেরামের জীবন অনুসরণ করে
ইসলামি জিন্দেগী পরিচালনা করতে
হবে।
গত ১৮ মে ফুলতলী ইসলামিক সেন্টার
কভেন্ট্রিতে ‘পবিত্র শবে বরাত’
উপলক্ষে আয়োজিত আলোচনা
সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি
একথাগুলো বলেন।
ফুলতলী ইসলামিক সেন্টার কভেন্ট্রির
পরিচালক আলহাজ জসিম উদ্দিনের
সভাপতিত্বে ও মাও. বদরুল ইসলামের
পরিচালনায় সভায় বক্তব্য রাখেন মাওলানা
আবুল হাসান, মো. মুজাহিদ খান, মো. গোলাম কিবরিয়া, মো.নাজিম, মো. ইব্রাহিম, মো. হানিফ উদ্দিন প্রমুখ।
 
Top