তালামীয নিউজ ২৪::
আঞ্জুমানে আল ইসলাহ কাতার
আয়োজিত পবিত্র শবে বরাত উপলক্ষে
আলোচনা ও মিলাদ মাহফিল সম্পন্ন
হয়েছে । আজিজুর রহমান লাকির
সঞ্চালনায়, মাওঃসৈয়দ মারুফ আহমদের
সভাপতিত্বে, পবিত্র কুরআন থেকে
তেলাওয়াত করেন আজিজুর রহমান
সাগর, নাতে রাসুল পরিবেশন করেন
জয়নুল ইসলাম প্রধান অতিথি হিসাবে
উপস্তিত ছিলেন আলহাজ্ব আব্দুল
মুকিত,সিনিয়র সহ সভাপতি কাতার
কেন্দ্রীয় পরিষদ,বিশেষ অতিথি
হাফিজ তুতিউর রহমান, সহ সভাপতি
কাতার কেন্দ্রীয় পরিষদ,বিশেষ
অতিথি জনাব কফিলউদ্দিন, সিরাজুল
ইসলাম শাহিন, ও এম এ সালাম,আরও
উপস্তিত ছিলেন,আবুল হুসেন, আব্দুল
হান্নান, সালমান খান রুয়েল, সাইদুর
রহমান, আব্দুল জব্বার, নাজিম আহমদ,
জায়েদুল ইসলাম, লুৎফুর রহমান, মাসুম খান,
নুরুল ইসলাম, আরও রাসুল প্রেমিক,
সাহাবা প্রেমিক ও আউলিয়া
প্রেমিক উলামায়ে কেরামের
উপস্থিতে মিলাদ ও দোয়া সম্পন্ন হয়।
 
Top