সুনামগঞ্জ জেলা তালামীযের সেক্রেটারী হা: রফিকুল ইসলাম তালুকদারের পরিচালনায় উক্ত অনুষ্টানে বক্তব্য রাখেন সংবর্ধীত ব্যক্তি হা: আবুল ফদ্বল মো:ত্বোহা ভাই তিনি বলেন আগামি ২২ তারিখে আমি উমরাহ এর উদ্দ্যেশ্যে রওয়ানা হব।আপনারা আমার জন্য দোয়া করবেন মহান আল্লাহ যেন আমার এ উমরাহকে কবুল করেন। আর আমিও অন্তত পক্ষে তালামীযের সকল কর্মী ভাইদের জন্য দোয়া করব। আল্লাহপাক রাব্বুল আলামীন যেন সবাইকে সহিহ সালমতে রাখেন। সুনামগঞ্জ জেলা তালামীযের সভাপতি মুহিবুর রহমান আখতার তার বক্তব্যে বলেন, প্রত্যেক মু'মিন মুসলমানের ঋধয়েই মহান আল্লাহ ও তার পিয়ারা হাবীব (স:) এর বাড়ি জিয়ারত করার আশা থাকে। আরএই মহান শিক্ষা আমাদেরকে দিয়েছেন আমাদের রাহবার মর্শীদুনা আল্লামা ফুলতলী ছাহেব ক্বিলাহ। উক্ত অনুষ্টানে আরও বক্তব্য রাখেন ছাতক উত্তর উপজেলা'র আল-ইসলাহ'র সেক্রেটারী জননেতা মাও: এম,এ, মতিন, আল-ইসলাহ গোবিন্দগঞ্জ আনঞ্চলিক শাখার সেক্রেটারী মাও: আমির আলী, ছাতক ইসলামিক ফাউন্ডেশনের কোঅপারেটর মাও: জসিম আহমদ। আরও উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ আনঞ্চলিক শাখার অর্থসম্পাদক মইনুল ইসলাম ছাতক উত্তর উপজেলা তালামীযের সভাপতি ছাত্রনেতা আব্দুল মতিন ও সেক্রেটারীতোফায়েল আহমদ মিনার সদস্য শামীম আহমদ সহ আরও অন্যান্য নেতৃবৃন্দ।
উমরাহ পালনে যাচ্ছেন সুনামগঞ্জ জেলা তালামীযের সাবেক সভাপতি
সুনামগঞ্জ জেলা তালামীযের সেক্রেটারী হা: রফিকুল ইসলাম তালুকদারের পরিচালনায় উক্ত অনুষ্টানে বক্তব্য রাখেন সংবর্ধীত ব্যক্তি হা: আবুল ফদ্বল মো:ত্বোহা ভাই তিনি বলেন আগামি ২২ তারিখে আমি উমরাহ এর উদ্দ্যেশ্যে রওয়ানা হব।আপনারা আমার জন্য দোয়া করবেন মহান আল্লাহ যেন আমার এ উমরাহকে কবুল করেন। আর আমিও অন্তত পক্ষে তালামীযের সকল কর্মী ভাইদের জন্য দোয়া করব। আল্লাহপাক রাব্বুল আলামীন যেন সবাইকে সহিহ সালমতে রাখেন। সুনামগঞ্জ জেলা তালামীযের সভাপতি মুহিবুর রহমান আখতার তার বক্তব্যে বলেন, প্রত্যেক মু'মিন মুসলমানের ঋধয়েই মহান আল্লাহ ও তার পিয়ারা হাবীব (স:) এর বাড়ি জিয়ারত করার আশা থাকে। আরএই মহান শিক্ষা আমাদেরকে দিয়েছেন আমাদের রাহবার মর্শীদুনা আল্লামা ফুলতলী ছাহেব ক্বিলাহ। উক্ত অনুষ্টানে আরও বক্তব্য রাখেন ছাতক উত্তর উপজেলা'র আল-ইসলাহ'র সেক্রেটারী জননেতা মাও: এম,এ, মতিন, আল-ইসলাহ গোবিন্দগঞ্জ আনঞ্চলিক শাখার সেক্রেটারী মাও: আমির আলী, ছাতক ইসলামিক ফাউন্ডেশনের কোঅপারেটর মাও: জসিম আহমদ। আরও উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ আনঞ্চলিক শাখার অর্থসম্পাদক মইনুল ইসলাম ছাতক উত্তর উপজেলা তালামীযের সভাপতি ছাত্রনেতা আব্দুল মতিন ও সেক্রেটারীতোফায়েল আহমদ মিনার সদস্য শামীম আহমদ সহ আরও অন্যান্য নেতৃবৃন্দ।