তালামীয নিউজ২৪ :: বিতর্কিত ইসলাম বিরুধী
শিক্ষানীতি বাতিলের দাবীতে ইসলামী ছাত্র আন্দোলনের দূর্বার কাফেলা বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয়
সভাপতি মো.ফখরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মুস্তফা হাসান চৌধুরী গিলমানকে সর্বদলীয় ইসলামী ছাত্র ঐক্য গঠনের
যুগোপযোগী সাহসী সিদ্ধান্ত
গ্রহনের জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন আনজুমানে আল ইসলাহ কাতার এর কেন্দ্রীয় নেত্রীবৃন্দ। পাশাপাশি ৯৫ ভাগ মুসলমানের দেশে সরকারের ইসলাম বিরুধী আচরণের নিন্দা ও তিব্র প্রতিবাদ জানান।
গতকাল ২৭শে মে ২০১৬ইংরেজী শুক্রবার সেহেলিয়া অস্তায়ী কার্যালয়ে কেন্দ্রীয় সভাপতি মাও.সৈয়দ মারুফ আহমদের সভাপতিত্বে এবং
সাধারণ সম্পাদক আজিজুর রহমান
লাকির পরিচালনায় অনুষ্টিত সভায় উপস্থিত ছিলেন সিনিয়র সহ- সভাপতি হাজী আ.মুকিত হা.তুতিউর রহমান হা. মিজানুর
রহমান সহ-সাধারণ সম্পাদক আবুল
হুসেন সাংগঠনিক সম্পাদক
হা.দেলওয়ার হাসান সুমন অফিস
সম্পাদক সাইদুর রহমান আলখোর
শাখার ভারপ্রাপ্ত সাধারণ
সম্পাদক সালামান খান রুয়েল
আজিজুর রহমান সাগর প্রমুখ।