তালামীয নিউজ২৪ :: গত শুক্রবার ৫মে ভুইগাও ইবতেদায়ী মাদ্রাসায় বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ভুইগাঁও আঞ্চলিক শাখার উদ্যোগে নব নির্বাচিতচেয়ারম্যান,মেম্বার ও দাখিল/এস এস সি.কৃতি ছাত্র সংবর্ধনা প্রদান করা হয়েছে।
এতে প্রধান অথিতি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ছাত্রনেতা হাঃরফিকুল ইসলাম তালুকদার।
তিনি বলেন, আজকের মেধাবী শিক্ষার্থীরা হবে বাংলাদেশের ভবিষ্যৎ। নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে নিজের মেধাকে কাজে লাগিয়ে দেশ ও সমাজের উন্নয়নে কাজ করতে হবে। যে শিক্ষা মানুষের উপকারে আসে না সেই শিক্ষা মূল্যহীন। শিক্ষার্থীদেরকে তিনি বলেন,মানসিক চিন্তাকে বিকশিত করে কর্মমূখী মানুষ হতে হবে। শিক্ষাথীরা যেমন তথ্য প্রযুক্তিরব্যবহার করবে, তেমনি তাদের মূল উদ্দশ্যে থাকবে শুধু পড়ালেখা।
তালামীযে ইসলামিয়া ভুইগাঁও আঞ্চলিক শাখার সভাপতি হাঃএমদাদ আহমদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু সাঈদ খাঁনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভুইগাও ইবতেদায়ী মাদ্রাসার সুপার মাওঃআব্দুল আউয়াল,তালামীয ছাতক উত্তর উপজেলা শাখার সভাপতি আব্দুল মতিন রাজন,ছাতক দক্ষিন উপজেলা তালামীযের প্রশিক্ষন সম্পাদক আবু হেনা মোঃ ইয়াছিন,৮নং দক্ষিন খুরমা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যানজনাব আব্দুল মছব্বির,ও ৫নং ওয়াডের নব নির্বাচিত মেম্বারআজিজুর রহমান আজিজ,ছাতক উত্তর উপজেলা শাখার প্রচার সম্পাদক আলী আহমদ নাঈম,উত্তর খুরমা ইউ/তালামীযের সভাপতি হাঃশাহজাহান আহমদ শাহান,হাঃক্বারী বাবলু প্রশিক্ষন সম্পাদক ছাতক উত্তর আল-ইসলাহ,অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এলাকার বিশিষ্টমুরব্বি ও সাবেক মেম্বারছালিক মিয়া,বীরমুক্তিযুদ্বাতালেব আলী,আশিকুর রহমান ইমন,করিম উদ্দীন হাঃমারুফ,হেলাল,ফারুক আলী,হাঃনাছির উদ্দীন,জুয়েল আহমদ,প্রমুখ।
এতে প্রধান অথিতি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ছাত্রনেতা হাঃরফিকুল ইসলাম তালুকদার।
তিনি বলেন, আজকের মেধাবী শিক্ষার্থীরা হবে বাংলাদেশের ভবিষ্যৎ। নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে নিজের মেধাকে কাজে লাগিয়ে দেশ ও সমাজের উন্নয়নে কাজ করতে হবে। যে শিক্ষা মানুষের উপকারে আসে না সেই শিক্ষা মূল্যহীন। শিক্ষার্থীদেরকে তিনি বলেন,মানসিক চিন্তাকে বিকশিত করে কর্মমূখী মানুষ হতে হবে। শিক্ষাথীরা যেমন তথ্য প্রযুক্তিরব্যবহার করবে, তেমনি তাদের মূল উদ্দশ্যে থাকবে শুধু পড়ালেখা।
তালামীযে ইসলামিয়া ভুইগাঁও আঞ্চলিক শাখার সভাপতি হাঃএমদাদ আহমদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু সাঈদ খাঁনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভুইগাও ইবতেদায়ী মাদ্রাসার সুপার মাওঃআব্দুল আউয়াল,তালামীয ছাতক উত্তর উপজেলা শাখার সভাপতি আব্দুল মতিন রাজন,ছাতক দক্ষিন উপজেলা তালামীযের প্রশিক্ষন সম্পাদক আবু হেনা মোঃ ইয়াছিন,৮নং দক্ষিন খুরমা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যানজনাব আব্দুল মছব্বির,ও ৫নং ওয়াডের নব নির্বাচিত মেম্বারআজিজুর রহমান আজিজ,ছাতক উত্তর উপজেলা শাখার প্রচার সম্পাদক আলী আহমদ নাঈম,উত্তর খুরমা ইউ/তালামীযের সভাপতি হাঃশাহজাহান আহমদ শাহান,হাঃক্বারী বাবলু প্রশিক্ষন সম্পাদক ছাতক উত্তর আল-ইসলাহ,অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এলাকার বিশিষ্টমুরব্বি ও সাবেক মেম্বারছালিক মিয়া,বীরমুক্তিযুদ্বাতালেব আলী,আশিকুর রহমান ইমন,করিম উদ্দীন হাঃমারুফ,হেলাল,ফারুক আলী,হাঃনাছির উদ্দীন,জুয়েল আহমদ,প্রমুখ।