তালামীয নিউজ২৪ :: বাংলাদেশ আনজুমানে তালামিযে ইসলামীয়া দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে গতকাল শুক্রবার ২৭শে মে২০১৬ইংরেজী দুপুর ২ ঘটিকায় আক্তাপাড়া ইসলামিয়া আলিম মাদ্রাসার মিলনায়তনে দাখিল ও এসএসসি উত্তীর্ণ কৃতি ছাত্র/ছাত্রী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্টান অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন তালামীযে ইসলামিয়া কেন্দ্রীয় পরিষদের অন্যতম সদস্য, সুনামগঞ্জ জেলা তালামীযের সভাপতি ছাত্রনেতা মোঃ মুহিবুর রহমান আখতার।

তিনি বলেন,আজাকের মেধাবীরাই আগামী দিনে
দেশ ও জাতীর কর্ণধার হবে। তাই তাদেরকে
যথাযথ সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে।
তাদেরকে দক্ষ মানব সম্পদ হিসেবে তৈরী করতে
হবে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন আজ যেভাবে তোমরা ভালো ফলাফল আর্জন করে
কৃতিত্বের স্বাক্ষর রেখেছো আগামীতেও এর
ধারাবাহিকতা বজায় রাখতে হবে।তোমদেরকে
থামে গেলে চলবে না। বর্তমান বিশ্বের মানচিত্রে
বাংলাদেশের অবস্থান অত্যান্ত সুদৃঢ় একটি রাষ্ট্র।
তারচেয়ে অপরিহার্য হল এদেশে
বসবাসরত নব্বই ভাগ মুসলমাদের জন্য ইসলামি শিক্ষা নিশ্চিত করা অত্যান্ত জরুরী। তাই ইসলামীক সমাজ ব্যবস্থা ও সুশিক্ষা নিশ্চিত করার জন্য যুগে যুগে বিশ্ব বরেন্য মনীষীগণ এদেশে জন্ম
নিয়েছেন। এবং দিয়েছেন কঠোর কর্মসূচী সহ সময়ে সময়ে দুর্বার আন্দোলন গড়ে তুলেছিলেন। এমনই একজন শ্রেষ্ট মনীষী ও মুজাদ্দিদে জামান ছিলেন আল্লামা ফুলতলী ছাহেব ক্বিবলাহ ফুলতলী (রহ:)। তিনি ইসলামী সমাজ ও শিক্ষা ব্যবস্থার জন্যে সফল লংমার্চ পর্যন্ত ও করেছেন। কিন্তুু আজ আমরা বড়ই হতাশ, যে দেশের শিক্ষা কার্যক্রমে ব্যগাত ঘঠানোর জন্য শিক্ষাব্যবস্থার মধ্যে স্যেকোলার বিতর্কিত পাঠ্যসূচী ঢুকানো হয়েছে। বড়ই তামাসার বিষয় যে আমরা
বুঝতে পারিনা কে বা কাদের ইন্দনে এসমস্ত বিতর্কিত  ধর্মহীন শিক্ষা ব্যবস্থা শিক্ষা
ক্ষেত্রে নেয়া হচ্ছে।
তিনি সরকার ও শিক্ষা মন্ত্রীর প্রতি সুদৃষ্টি
কামনা করে বলেন, অনতীবিলম্বে যদি বিতর্কিত স্যেকোলার পদ্ধতির শিক্ষা ব্যবস্থা বাতিল না করা হয় তবে এদেশের ইসলামী ছাত্র সমাজ হাত-পা
গুঠিয়ে ঘরে বসে থাকবেনা। আমাদের কে
কঠোর আন্দোলনে নামাতে আপনারা বাধ্য করবেন না। এখনও সময় আছে অতীতের মত সুন্দর শিক্ষা পদ্ধতি ফিরিয়ে দিন।

দক্ষিণ সুনামগঞ্জ উপজলা তালামীযে ইসলামীয়া শাখার সভাপতি হাফিজ মোঃ মাজেদুল ইসলামের
সভাপতিত্বে ছাত্রনেতা সায়মন আহমদ ও আমির
হোসেনের যৌথ পরিচালনায় অনুষ্ঠান শুরুতের পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাহবুবুর রহমান শামীম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা তালামীযের সাধারণ সম্পাদক ছাত্রনেতা রফিকুল ইসলাম তালুকদার,
তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হা: তাজ উদ্দিন আহমদ হাসান, ছাতক উত্তর উপজেলা শাখা সভাপতি আব্দুল মতিন রাজন, দক্ষিণ ছাতক উপজেলা তালামিযের প্রশিক্ষণ সম্পাদক
আবু হেনা মো: ইয়াছিন, দক্ষিণ সুনামগঞ্জ আল ইসলার পাঠাগার সম্পাদক মাওলানা ফখরুল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন
উপজেলা তালামীযের দায়িত্বশীল ফেরদৌস
আহমদ, শাহীন আহমদ, রমিজ উদ্দিন,
তাওহিদ আহমদ, আব্দুল কাদির সহ প্রমুখ।
 
Top