তালামীয নিউজ২৪ ::গতকাল ৩০ মে’১৬ সোমবার, বিকাল ৩টায় ইসলাম বিরোধী শিক্ষানীতি ২০১০, প্রস্তাবিত শিক্ষা আইন ২০১৬ এবং বিতর্কিত সিলেবাস সংশোধন দাবীতে
রাজধানীর বিএমএ মিলনায়তনে
সর্বদলীয় ইসলামী ছাত্র ঐক্য
আয়োজিত জাতীয় রাজনীতিবিদ ও
বরেণ্য শিক্ষাবিদগণের সাথে মতবিনিময়
ও আলোচনা সভায় উপস্থিত জাতীয়
রাজনীতিবিদ ও বরেণ্য শিক্ষাবিদগণ
বলেন, বিদ্যমান সিলেবাসের মাধ্যমে
সুকৌশলে এদেশের মুসলিম শিশু-
কিশোরদের মন-মানস থেকে
ইসলামবোধ তুলে দেয়ার
পাঁয়তারা করা হচ্ছে। শিক্ষার্থীদের
স্মৃতি থেকে ৪৭-এর নির্মম বাস্তবতাকে
মুছে ফেলার চক্রান্ত করা হচ্ছে। যার
ফলে প্রতিবেশী ভারতের থেকে
আমাদের স্বকীয়তা, নিজ¯^তা ভুলিয়ে
দিয়ে পশ্চিম বাংলার সাথে আমাদেরকে
বিলিন করে দেয়ার ষড়যন্ত্র করা
হচ্ছে। এই সিলেবাস প্রতিহত করতেই হবে।

সর্বদলীয় ইসলামী ছাত্র ঐক্যের
প্রেসিডিয়াম সদস্য ও ইসলামী
শাসনতন্ত্র ছাত্র আন্দোলন-এর কেন্দ্রীয়
সভাপতি নূরুল ইসলাম আল-আমীন এর
সভাপতিত্বে এবং বাংলাদেশ আনজুমানে
তালামীযে ইসলামিয়া-এর কেন্দ্রীয়
সাধারণ সম্পাদক মোস্তফা হাসান চৌধুরী
গিলমান-এর পরিচালনায় অনুষ্ঠিত জাতীয়
রাজনীতিবিদ ও বরেণ্য শিক্ষাবিদগণের
সাথে মতবিনিময় ও আলোচনা সভায়
জাতীয় নেতৃবৃন্দ ও শিক্ষাবিদগণ
আরো বলেন, ইসলাম এদেশীয়
মানুষের কাছে কেবল একটা ধর্ম নয়;
বরং এদেশের মানুষের ভূমি রক্ষার
আন্দোলনের ঐক্য নিশান,
এদেশের মানুষের স্বাধীনতা আন্দোলনের
ঐক্য মঞ্চ। ইসলামই এদেশের
মানুষের দৈনন্দিন মূল প্রেরণার উৎস।
সেই ইসলামকে ভুলিয়ে দিয়ে বাংলার
মুসলিম জনতাকে কোন
ভিনদেশীদের আজ্ঞাবহ পরিকল্পনা
নস্যাৎ করাই হবে, ইনশাআল্লাহ।
নেতৃবৃন্দ হুঁশিয়ার করে দিয়ে বলেন,
ইংরেজরাও শিক্ষানীতি ও সিলেবাসে
পরিবর্তন এনে তাদের প্রশাসন স্থায়ী
করতে চেয়েছিল। কিন্তু তাদের
শেষ রক্ষা হয়নি। পাকিস্তানিরা বার বার
চেষ্টা করে ব্যর্থ হয়েছে। বর্তমান
সরকারও সফল হবে না, ইনশাআল্লাহ।
অতীতের ন্যায় এবারও এ জনতা
রক্তের নযরানা পেশ করে হলেও
নিজেদের সিলেবাসে ইসলাম সমুন্নত রাখবেই।

মতবিনিময় ও আলোচনা সভায় উপস্থিত
ছিলেন ও বক্তব্য রাখেন ইসলামী
আন্দোলন বাংলাদেশ-এর নায়েবে
আমীর মাওলানা আবদুল হক আজাদ, ঢাকা
মহানগর সভাপতি অধ্যাপক হাফেজ মাওলানা
এটিএম হেমায়েত উদ্দীন, জমিয়তে
উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর সহ-সভাপতি
মাওলানা আব্দুর রব ইউসুফী, ঢাকা মহানগর
সভাপতি মাওলানা মঞ্জুরুল ইসলাম, বাংলাদেশ
আনজুমানে আল ইসলাহ-এর
কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি মাওলানা
আবু নছর জিহাদী, সাবেক কেন্দ্রীয়
সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য
মাওলানা বেলাল আহমদ, বাংলাদেশ
খেলাফত মজলিস-এর মহাসচিব মাওলানা
মাহফুজুল হক, যুগ্ম মহাসচিব মাওলানা
জালালুদ্দীন আহমদ, বাংলাদেশ
খেলাফতে ইসলামী-এর নায়েবে
আমীর মুফতি ফয়জুল্লাহ, সাংগঠনিক
সম্পাদক মুফতি সাখাওয়াত হোসাইন,
বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি-এর
মহাসচিব মাওলানা আব্দুল লতিফ নেজামী,
যুগ্ম মহাসচিব অধ্যাপক শেখ লোকমান
হোসাইন, ইসলামী ঐক্য আন্দোলন-
এর আমীর মাওলানা ঈসা শাহেদী,
জয়েন্ট সেক্রেটারি অধ্যাপক
মোস্তফা তারেকুল হাসান, বাংলাদেশ
খেলাফত আন্দোলন-এর আমীরে
শরীয়ত মাওলানা আতাউল্লাহ সাহেব,
মহাসচিব মাওলানা জাফরুল্লাহ খান।
উক্ত মতবিনিময় ও আলোচনা সভায়
আরো বক্তব্য রাখেন, সর্বদলীয়
ইসলামী ছাত্র ঐক্য-এর মুখপাত্র ও
ছাত্র জমিয়ত বাংলাদেশ-এর কেন্দ্রীয়
সভাপতি মুহাম্মদ নাছির উদ্দিন খান,
প্রেসিডিয়াম সদস্য ও বাংলাদেশ
আনজুমানে তালামীযে ইসলামিয়া-এর
কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ ফখরুল
ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস-
এর কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ হারুনুর
রশীদ, ইসলামী ছাত্র খেলাফত
বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি মুহা.
খোরশেদ আলম, বাংলাদেশ ইসলামী
ছাত্রসমাজ-এর কেন্দ্রীয় সভাপতি
আব্দুল্লাহ আল মাসউদ খান, বাংলাদেশ
জমিয়তে তালাবায়ে আরাবিয়া-এর
কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ আব্দুল
কাদীর এবং বাংলাদেশ খেলাফত ছাত্র
আন্দোলন-এর কেন্দ্রীয় সভাপতি হাফেজ মুহাম্মদ
আল-আমীন।

আরো বক্তব্য রাখেন, সর্বদলীয়
ইসলামী ছাত্র ঐক্য-এর প্রধান সমš^য়কারী
ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন-
এর সেক্রেটারি জেনারেল শেখ
ফজলুল করীম মারুফ, ছাত্র জমিয়ত
বাংলাদেশ-এর সেক্রেটারি মুহাম্মদ ওমর
ফারুক, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস-
এর সেক্রেটারি জেনারেল মুহাম্মদ
আব্দুর রহীম সাঈদ, ইসলামী ছাত্র
খেলাফত বাংলাদেশ-এর সেক্রেটারি
জেনারেল মুহাম্মদ আবুল হাশিম,
বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজ-এর
মহাসচিব মুহাম্মদ নূরুজ্জামান, বাংলাদেশ
আনজুমানে তালামীযে ইসলামিয়া-এর
অর্থ সম্পাদক রেদওয়ান আহমদ
চৌধুরী, অফিস সম্পাদক আখতার
হোসাইন জাহেদ, বাংলাদেশ জমিয়তে
তালাবায়ে আরাবিয়া-এর প্রধান সম্পাদক
মুহাম্মদ আব্দুর রহমান ও বাংলাদেশ
খেলাফত ছাত্র আন্দোলন-এর সাধারণ
সম্পাদক হাফেজ
নেয়ামতুল্লাহ সহ বিভিন্ন ছাত্র সংগঠনের
নেতৃবৃন্দ।
 
Top