তালামীয নিউজ২৪ ::গত ৩০ মে শুভ উদ্বোধন হলো স্পেনের বানিজ্যিক রাজধানী বার্সেলোনায় লতিফিয়া ফুলতলী জামে মসজিদের। যার ফলে বার্সোলায় অবস্হানরত মুসলমানদের অনেক দিনের স্বপ্ন পুরন হলো।বার্সেলোনারসর্বস্তরের মুসলমানদের সাহায্য সহযোগিতায় এবং লতিফিয়া আইডিয়াল সোসাইটি বার্সেলোনার সার্বিক তত্বাবধানে নির্মিত মসজিদে শত শত মুসল্লিদের অংশগ্রহনে আলোচনা সভা এবং মিলাদ মাহফিলের মধ্য দিয়ে উদ্বোধন করা হয়।
মোহাম্মদ গিয়াস উদ্দিনের সভাপতিত্বে, জয়নাল আবেদিন এবং ময়নুল ইসলামের যৌথপরিচালনায় পবিত্র কালামে পাক থেকে তিলাওয়াত করেন সাদিকুর রহমান এবং না'তে রাসুল পরিবেশন করেন এ আর লিটু। অনুস্টানে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.) এর নাতি,দারুল হাদিস লতিফিয়ার প্রিন্সিপাল, আনজুমানে আল ইসলাহ ইউকে এর জেনারেল সেক্রেটারি জনাব মাওলানা মোহাম্মদ হাসান চৌধুরী ফুলতলী। বিশেষ অথিতি হিসাবে উপস্হিত ছিলেন ঐতিহ্যবাহী লতিফিয়া ফুলতলী কমপ্লেক্স ইউকে এর সম্মানিত চেয়ারম্যান জনাব মাওলানা এম এ কাদির আল হাসান সাহেব এবং স্পেনের মাদ্রিদের শাহজালাল লতিফিয়া জামে মসজিদের সম্মানিত খতিব জনাব মাওলানা আসাদুজ্জামান রাজ্জাক । অন্যান্যের মধ্যে উপস্হিত ছিলেন মসজিদের ইন্জিনিয়ার জনাব যাকি আল রেফায়ী সিরিয়া,মসজিদের উকিল জনাব আলী আব্বাস সাহেব স্পেন,মিনহাজুল কোরআন ইন্টার ন্যাশনালের প্রেসিডেন্ট জনাব আসলাম বেগ,মিনহাজুল কোরআনের ডিরেক্টর জনাব ইকবাল আহমদ চৌধুরী, আল ইসলাহ পর্তুগালের সাংগঠনিক সম্পাদক জনাব আবুল কালাম আজাদ শিবলু । বক্তব্য রাখেন,নজমুল ইসলাম, খোকন উদ্দিন,আবুল কালাম, এনায়েত হোসেন,ছদরুল ইসলাম প্রমুখ।মসজিদ নির্মাণের হিসাব প্রদান করেন গিয়াস উদ্দিন। পরে মিলাদ এবং দোয়ার মাধ্যমে অনুষ্টানের সমাপ্তি হয়। দোয়া করেন জনাব মোহাম্মদ হাসান চৌধুরী ফুলতলী