তালামীয নিউজ২৪  : সোমবার, ১৬মে ২০১৬:
মুরশিদে বরহক হযরত আল্লামা ইমাদ উদ্দীন চৌধুরী বড় ছাহেব কিবলাহ ফুলতলী
বলেছেন, আমার পীর ও মুরশিদ,
মাদরাসার প্রতিষ্ঠাতা হযরত আল্লামা
ফুলতলী ছাহেব কিবলাহ (র.) এই
প্রতিষ্ঠানের জন্য অনেক শ্রম দান
করেছেন এবং এর উন্নতির জন্য
রাব্বে করীমের দরবারে দু‘আ
করেছেন।
মাদরাসার সূচনা থেকে সিলেট
শহরের অনেকে এই মাদরাসার
জন্য খালিস নিয়তে পরিশ্রম
করেছেন, তাদের অনেকে
ইতোমধ্যে পরপারে পাড়ি
জমিয়েছেন। আমরা তাদের রূহের
মাগফিরাত কামনা করছি। যারা আজ সনদ ও
পাগড়ী লাভ করলেন আপনারা
জীবনের বড় একটি অংশ সহীহ
দ্বীনী তা’লীম হাসিল করার জন্য
ব্যয় করেছেন। আল্লাহ তা’আলা
যেন আপনাদের আহলে সুন্নাত
ওয়াল জামাআতের আকীদা
বিশ্বাসের উপর সহীহ দীনী
খেদমত আনজাম দেয়ার তাওফিক দান
করেন। মনে রাখবেন জ্ঞানের
পথে আপনাদের পথচলা সবে শুরু।
আপনারা সঠিক তত্ত্ব ও তথ্যসমৃদ্ধ
তাফসীরে রূহুল মাআনী, রূহুল
বয়ান, তাফসীরে কবীর ইত্যাদি
অধ্যয়ন করবেন। রাসূলে আকরাম
সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের
পবিত্র সীরাত মানুষকে জানানোর
জন্য সীরাতে হলবী, সীরাতে
ইবনে হিশাম, আবদুল হক মুহাদ্দিসে
দেহলভী’র (র.) মাদারিজুন
নবুওয়্যাত, আল্লামা ফুলতলী ছাহেব
কিবলাহ’র (র.) মুনতাখাবুস সিয়র, জাস্টিস
পীর করম শাহ আল আজহারী’র
দ্বিয়াউন নবী প্রভৃতি অধ্যয়ন করুন।
সিরাজুম মুনীরা (সা.) এর পবিত্র
জীবনাদর্শকে সমাজের সামনে
উপস্থাপনের জন্য নিজেদের
নিয়োজিত করুন। ইসলামের সঠিক
আকীদা-বিশ্বাস, দীনের সহীহ
জ্ঞান এবং ইশকে রাসূল (সা.)-এর
প্রচার ও প্রসারে আত্মনিয়োগ
করুন। তিনি গতকাল (রবিবার) নগরীর
সোহবানীঘাটস্থ হযরত শাহজালাল
দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদরাসার
২০১১, ২০১২, ও ২০১৩ সনের কামিল
(হাদীস ও ফিকহ) উত্তীর্ণ
শিক্ষার্থীদের পাগড়ী বিতরণী
মাহফিলে প্রধান অতিথির বয়ান পেশ
কালে উপরোক্ত কথাগুলো
বলেন।
মাদরাসার অধ্যক্ষ আল্লামা কমরুদ্দীন
চৌধুরী ফুলতলীর সভাপতিত্বে এবং
মাওলানা জইন উদ্দিন ও মুহিবুর রহমান-
এর যৌথ পরিচালনায় মাহফিলে স্বাগত
বক্তব্য রাখেন মাদরাসার উপাধ্যক্ষ
মাওলানা আবু ছালেহ মো. কুতবুল
আলম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন
সিলেট সরকারী আলিয়া মাদরাসা’র
সহযোগী অধ্যাপক মাওলানা আবদুল
মুছব্বির, শাহজালাল (র.) সিনিয়র মাদরাসার
অধ্যক্ষ মাওলানা আমিরুল ইসলাম,
মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা
ইউনুছ আহমদ, নর্থইস্ট ইউনিভার্সিটির
ইংরেজি বিভাগের লেকচারার নোমান
আহমদ, তালামীযে ইসলামিয়া সিলেট
মহানগরী শাখার সভাপতি হুমায়ূনুর রহমান
লেখন, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান
ফরহাদ।
প্রধান অতিথি হযরত বড় ছাহেব কিবলাহ
ফুলতলী উত্তীর্ণ
শিক্ষার্থীদের হাতে পাগড়ী
তুলে দেন এবং বিদায়ী স্মারক
“আল-ইসনাদ” এর মোড়ক
উন্মোচন করেন। এ সময়
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন
মুসলিম হ্যান্ডস ইন্টারন্যাশনালের
কান্ট্রি ডিরেক্টর গুফরান আহমদ
চৌধুরী, আনজুমানে আল ইসলাহ’র
কেন্দ্রীয় সমাজ কল্যাণ সম্পাদক
মাহমুদ হাসান চৌধুরী রায়হান, মাদরাসার
মুহাদ্দিস হযরত মাওলানা শামসুল হুদা,
বাংলাদেশ আনজুমানে তালামীযে
ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি মো.
ফখরুল ইসলাম, সাধারণ সম্পাদক
মোস্তফা হাসান চৌধুরী গিলমান,
সাবেক সভাপতি আলমগীর
হোসাইন, নজীর আহমদ হেলাল,
সিলেট মহানগর আল ইসলাহ’র সভাপতি
আলহাজ্জ শাহজাহান মিয়া, সাধারণ
সম্পাদক আজির উদ্দীন পাশা,
সাংগঠনিক সম্পাদক মাওলানা আতাউর
রহমান, সিলেট জেলা ব্যবসায়ী
ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি
আলহাজ্জ শেখ মখন মিয়া, হাজী
নওয়াব আলী জামে মসজিদের সহ
সভাপতি আবদুল মুনতাকিম রাহেল,
সিরাজুল ইসলাম সিনিয়র মাদরাসা’র
অধ্যক্ষ মাওলানা হাফিজুর রহমান, আমরিয়া
ইসলামিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ
মাওলানা আবু নছর মো. ইবরাহিম,
জালালিয়া আল কুরআন গবেষণা
পরিষদের উপদেষ্টামন্ডলীর
সভাপতি আলহাজ্জ আবদুল মতিন
চৌধুরী, মাদার বাজার আলিম মাদরাসার
গভর্নিং বডির সভাপতি তাহির আলী
মাস্টার, সোবহানীঘাট মাদরাসার
সহকারী অধ্যাপক মাওলানা রেদ্বাউল
করীম, আরবী প্রভাষক মাওলানা
মারজানুর রহমান খান, মাওলানা সাব্বির
আহমদ, মাওলানা আজিজুর রহমান, টিবি
গেইট মুহাম্মদিয়া দাখিল মাদরাসার সুপার
মাওলানা সৈয়দ কুতবুল আলম, সৎপুর
দারুল হাদীস কামিল মাদরাসার শিক্ষক
মাওলানা আজিজুর রহমান, আলহাজ্জ
বশির মিয়া প্রমুখ। মাহফিলের শুরুতে
কুরআন তেলাওয়াত করেন মারুফ
আহমদ, হামদ পরিবেশন করেন
মাওলানা শাহীদ আহমদ।
 
Top