তালামীয নিউজ২৪ :: শবে বরাত এক বরকতময় ও ফযীলতপূর্ণ রাত। ইসলামের প্রাথমিক কাল থেকে অদ্যাবধি এ রাত মুসলিম উম্মাহর নিকট বৈশিষ্ট্যময় রাত হিসেবে স্বীকৃত। নিসফে শাবানের রাত্রিতে নবীজি নামাজ আদায় করার ও দিনে রোজা রাখার নির্দেশ দিয়েছেন।কিন্তু দুঃখের বিষয়, বর্তমান সময়ে কিছু লোক কেবল সহীহ হাদীসের দোহাই তোলে এবং উলামা-মুহাদ্দিসীন ও সলফে সালিহীনের বক্তব্যের মর্ম অনুধাবনে ব্যর্থ হয়ে শবে বরাতেরফযীলত অস্বীকারে মরিয়া হয়ে উঠেছে। এ ক্ষেত্রে তারা নিজস্ব বিবেচনায় সহীহ ও হাসান স্তরের বিভিন্ন হাদীসকে জাল বলে প্রচার করছে। নানা ধরনের বইপত্র রচনা ও প্রকাশ করে এবং পত্র-পত্রিকায় প্রবন্ধ-নিবন্ধের মাধ্যমে শবে বরাত সম্পর্কে তারা অপপ্রচার চালিয়ে যাচ্ছে।আমাদেরকেসতর্ক থাকতে হবে তাদের থেকে এবং আমাদেরকে এ বিষয়ে সটিক জ্ঞান অর্জনের মাধ্যমে মুসলিম জনতাকে তাদের ভ্রান্তির বিষয়ে সজাগ করতে হবে।
গত(১৩/০৫/১৬) শুক্রবার সিলেট মহানগরীর ২৫ নং ওয়ার্ড তালামীযের পবিত্র শবে বরাতের তাৎপর্য শীর্ষক সেমিনারে সিলেট মহানগরীর সভাপতি ছাত্রনেতা হুমায়ূনুর রহমান লেখন প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলি বলেন।২৫ নং ওয়ার্ড তালামীযের সভাপতি তায়েফ আহমদের সভাপতিত্বে ও সাধারণ স।সম্পাদক আরিফুল ইসলাম সামাদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন মহানগরীর সাধারণ সম্পাদক মোঃ মাহবুবুর রহমান ফরহাদ,বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগরীর প্রশিক্ষন সম্পাদক শেখ মনোয়ার হুসেন,২২ ওয়ার্ড তালামীযের সভাপতি আলী আহমদ চৌধুরী। এসময় আরো উপস্থিত ছিলেন সৌরব,হ্নদয়,শিপন, রাসেল,সাজু প্রমুখ।
 
Top