Talamij News 24 : : মেধার লালন উন্নত চরিত্র গঠন ও আত্নিক নৈতিক তথা
মানবিক যোগ্যতা বিকাশের প্রত্যয় দীপ্ত ছাত্র
কাফেলা,
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ০২নং
ভূকশিমইল ইউনিয়নের ০১নং ওয়ার্ড শাখার আয়োজনে গত ১১ মে বুধবার 
সাধারণ জ্ঞান (কুইজ) প্রতিযোগীতা ২০১৬ইং পুরুষ্কার
বিতরণ ও সংবর্ধনা অনুষ্টান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা
পরিষদের ভাইস চেয়ারম্যান, মাওঃ ফজলুল হক খান
সাহেদ, 
বিশেষ অতিথি ছিলেন উপজেলা আল ইসলাহ সাংগনিক সম্পাদক,
হাফিজ সামছুল ইসলাম, পৌর আল ইসলাহ'র যুন্ম সম্পাদক
মাওঃ হাবিবুর রহমান, কুলাউড়া উপজেলা, ভূকশিমইল ও
ভাটেরা ইউনিয়ন শাখার তালামীযের নেতৃবৃন্দ, কাতার
প্রবাসী ফজলুল করিম, অত্র ওয়ার্ডের মেম্বার হোসাইন
খান সহ এলাকার সর্বসাধারণ উপস্তিত ছিলেন।
 
Top