তালামীয নিউজ২৪ :গত ১৩ই মে রোজ শুক্রবার সিলেট সোবহানী ঘাট হাজী নওয়াব আলী মসজিদে বাদ জুম্মা মুখর তারুণ্যের দৃপ্ত মিছিল প্রিয় পত্রিকা মাসিক অভিযাত্রিক পাঠক ফোরাম,সিলেট মহানগর শাখা গঠন করা হয়।আলী আহমদ চৌধুরীর সভাপতিত্ব এ রুহুল আমীন এর পরিচালনায়আং হকের তিলাওয়াত এর মাধ্যমে সভা শুরু হয়। সভায় উপস্হিত ছিলেন মাসিক অভিযাত্রিক সম্পাদক রফীকুল ইসলাম মুবীন।এতে নির্বাচন কমিশনার হিসাবে ছিলেন সিলেট পশ্চিম জেলা তালামীযের সভাপতি সুলতান আহমদ। আলী আহমদ চৌধুরী কে সভাপতি এবং রুহুল আমীন কে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়।
কমিটি নিম্ন রুপঃ-সভাপতিঃআলী আহমদ চৌধুরী,সহ সভাপতিঃ হাঃ হোসাইন আহমদ,সাধারণ সম্পাদকঃ রুহুল আমীন,সহ সাধারণ সম্পাদকঃ মাহফুজুর রহমান নোমান,সাংগঠনিক সম্পাদকঃআব্দুল হক,সহ সাংগঠনিক সম্পাদকঃহাঃমুজাক্কির আহমদ,প্রচার সম্পাদকঃহাফিজুররহমান,সহ প্রচার সম্পাদকঃহোসাইন আহমদ,অর্থ সম্পাদকঃআব্দুল ওয়াহিদ,সহ অর্থ সম্পাদকঃমিজান আহমদ,অফিস সম্পাদকঃজুনেদ আহমদ,সহ অফিস সম্পাদকঃহাঃ জুনেদ আহমদ,শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদকঃহাঃজাকির আহমদ,সহ শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদকঃরুহুল আমীন সদস্যবৃন্দঃ,শেখ সাইখুল ইসলাম,শেখ নাজমুল ইসলাম,সাইফুল্লাহ আলাল,গুলজার আহমদ,তারেকুর রহমান,হাফিজুর রহমান ,হাফিজুর রহমান