তালামীয নিউজ২৪ :: মেধার লালন, উন্নত চরিত্র গঠন ও মানবিক যোগ্যতা বিকাশে প্রতিশ্রুতিবদ্ধইসলামীছাত্র সংগঠন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ৯নং মানিকপুর ইউনিয়ন শাখার উদ্যোগে গত (১২/০৫/২০১৬) রোজঃ বৃহঃ বার দুপুর ১.০০ ঘটিকার সময় বাংলাদেশ আনজুমানে তালামীয ইসলামীয়া ৯নং মানিকপুর ইউনিয়ন এর অস্থায়ী কার্যালয়ে দাখিল ও এস এস সি উর্ত্তীর্নদের এক মিষ্টি বিতরণ অনুষ্টান অনুষ্টিত হয়। উক্ত অনুষ্টানেবাংলাদেশ আনজুমানে তালামীয ইসলামীয়া ৯নং মানিকপুর ইউনিয়ন শাখার সভাপতি আহমদ হোসাইন আইমান এর সভাপতিত্বে,অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ, উপজেলা তালামীযের সহ সাধারণ সম্পাদক আবু সুফিয়ান। উপস্থিত ছিলেন ইছামতি ডিগ্রী কলেজ সভাপতি ফয়ছল আহমদ, ৯নং মানিকপুর ইউনিয়ন তালামীযের সংগঠনিক সম্পাদক রাহেল আহমদ চৌধুরী,সহ -সভাপতি মোমিনুল হক মঞ্জুর, ইছমতি ডিগ্রী কলেজ এর সাধারণ সসম্পাদক আব্দুর রশিদচৌধুরী, ইমরান আহমদ, জাকির, শরিফ, মায়রুফ, রেদ্বওয়ান আহমদ চৌধুরী, শাওন আহমদ, শাহান, সুহেল, অভি, তারেক, সুজাউল করিম, শাকির, দুলাল আহমদ প্রমূখ।
 
Top