তালামীয নিউজ ২৪:: আহাদ আহমেদ সভাপতি
মাছুম আহমদ সাধারণ সম্পাদক, উপমহাদেশের
প্রখ্যাত বুজুর্গ আল্লামা ফুলতলী ছাহেব
কিবলাহ (র.)'র হাতে গড়া ছাত্র সংগঠন
বাংলাদেশ আনজুমানে তালামীযে
ইসলামিয়া কুলাউড়া উপজেলার
ভাটেরা ইউনিয়ন শাখার আওতাধীন
ভাটেরা দারুছ সুন্নাহ দাখিল
মাদরাসা শাখার ১৬ এবং ১৭ সেশনের
কমিটি গঠন আজ ১৪,০৫,১৬ইং সকাল
১১টায় মাদরাসা প্রাঙ্গণ মসজিদে
সম্পন্ন হয়।
শাহান আহমদের সভাপতিত্বে ও আব্দুর
রহমানের পরিচালনায় উক্ত কমিটি
গঠনে প্রধান অতিথি হিসেবে
উপস্থিত ছিলেন ভাটেরা ইউনিয়ন আল
ইসলাহর সভাপতি মাওঃ শাতির খাঁন
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত
ছিলেন সিলেট মহানগর তালামীযের
প্রচার সম্পাদক আব্দুস সামাদ আজাদ,
বিশেষ অতিথির বক্তব্য রাখেন
কুলাউড়া উপজেলা তালামীযের
সাধারণ সম্পাদক বদরুল আমিন।
প্রধান নির্বাচক হিসেবে উপস্থিত
ছিলেন ভাটেরা ইউ,পি তালামীযের
সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন
শাকিল, সহকারী নির্বাচক হিসেবে
উপস্থিত ছিলেন ভাটেরা ইউ,পি
তালামীযের সহ সাধারণ সম্পাদক
হাফিজ বাবলু, উপস্থিত থেকে বক্তব্য
রাখেন জুয়েল আহমদ,
ভাটেরা ইউনিয়ন তালামীযের অর্থ
সম্পাদক আব্দুল মজিদ।
এ সময় আহাদ আহমদকে সভাপতি ও মোঃ
মাছুম আহমদকে সাধারণ সম্পাদক করে ৭১
সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়।