Online Desk :: গত ৫ মে বৃহস্পতিবার ঢাকার বায়তুল মুকাররমস্থ ইসলামিক ফাউন্ডেশন
মিলনায়তনে হযরত আল্লামা মোঃ ইমাদ উদ্দিন চৌধুরী বড় ছাহেব
ফুলতলীর হাতে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার
নিয়মিত প্রকাশনা ঈদে মীলাদুন্নবী (সা.) স্মারক “সুবহে সাদিক”
তুলে দেয়ার মাধ্যমে প্রকাশনা সম্পন্ন হয়েছে। তালামীযের
কেন্দ্রীয় সভাপতি মোঃ ফখরুল ইসলাম ও সাধারণ সম্পাদক
মোস্তফা হাসান চৌধুরী গিলমান হযরত বড় ছাহেবের হাতে
“সুবহে সাদিক” তুলে দিলে তিনি এর মোড়ক উন্মোচন করে
দোয়া করেন। এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা দারুল আমানের
পীর ছাহেব হযরত মাওলানা আবু বকর, ঢাকা খানকা-ই খাস
মুজাদ্দেদীয়ার পীর ছাহেব ড, আ, ফ, ম আবু বকর সিদ্দীক,
দৈনিক ইনকিলাবের নির্বাহী সম্পাদক আল্লামা কবি রুহুল আমিন
খান,বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের মহাসচিব আলহাজ্জ
মাওলানা শাব্বীর আহমদ মোমতাজী, দ্বারীয়াপুরের পীর
ছাহেব অধ্যাপক হাসান আব্দুল কাইয়ুম, ঢাকা বিশ্ববিদ্যালয় দর্শন
বিভাগের অধ্যাপক ও সাবেক চেয়ারম্যান প্রফেসর ড.
আনিসুজ্জামান,আরবি বিভাগের সহকারী অধ্যাপক ও সুপ্রিম কোর্ট
জামে মসজিদের খতিব মাওলানা আহমদ হাসান চৌধুরী, সাবেক জেলা
ও দায়রা জজ জনাব মোঃ ইসমাঈল মিঞা, মুফতী মাওলানা আবূ নছর
জিহাদী, বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের যুগ্ম-মহাসচিব ড.
মাওলানা এ.কে.এম. মাহবুবুর রহমান, মহাখালী কামিল মাদরাসার প্রিন্সিপাল
ড. মাওলানা নজরুল ইসলাম খান আল মারুফ, সোনাকান্দার প্রধান
খলীফা কুমিল্লা সৈয়দপুর কামিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আবু তাহির
মো: ছালেহ উদ্দিন, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর সাংগঠনিক
সম্পাদক অধ্যক্ষ মাওলানা মঈনুল ইসলাম পারভেজ, কুষ্টিয়া
বিশ্ববিদ্যালয়ের আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের
সহযোগী অধ্যাপক ড. শেখ এ.বি.এম জাকির হোসেন, বিশিষ্ট
লেখক ও গবেষক ড. ঈসা শাহেদী,তালামীযের সাবেক
কেন্দ্রীয় সভাপতি আলমগির হোসাইন, মাওলানা নজমুল হুদা খান,
আজির উদ্দিন পাশা, মাওলানা মাহমুদ হাসান চৌধুরী, নজীর আহমদ
হেলাল, মাওলানা বেলাল আহমদ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহা.
শরীফ উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহিবুর রহমান, অর্থ
সম্পাদক রেদওয়ান আহমদ চৌধুরী, অফিস সম্পাদক আখতার
হোসাইন জাহেদ, সহ-অফিস সম্পাদক মুহাম্মদ উসমান গনি, ঢাকা
মহানগরী সভাপতি মাছুম আহমদ, সিলেট মহানগরী সভাপতি হুমায়ূনূর
রহমান লেখন, হবিগন্জ জেলা সভাপতি আব্দুল মুহিত
রাসেল,সুনামগঞ্জ জেলা সভাপতি মুহিবুর রহমান আখতার রাসেল
প্রমূখ।