তালামীয নিউজ ২৪ :: হিন্দুত্ববাদ, নাস্তিক্যবাদ ও বিতর্কিত শিক্ষানীতির বিরুদ্ধে আল্লামা ছাহেব ক্বিবলাহ ফুলতলী (রহ:) এর অনুসারীদের রুখে দাড়াতে হবে। ইসলাম বিদ্বেষী ও ধর্মদ্রোহীদের বিরুদ্ধে তিনি আজীবন সংগ্রাম করে গেছেন। সঠিক ইসলাম শিক্ষা ও সমাজ সংস্কারের জন্য তিনি আনজুমানে আল ইসলাহ,  তালামীযে ইসলামিয়া, দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাষ্ট প্রতিষ্টা করে গেছেন।
গত বৃহস্পতিবার (১৬/৬/২০১৬ইং)বিকেলে
বিশ্বনাথ উপজেলা আল-ইসলাহ আয়োজিত ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব জননেতা  মুফতি এ কে এম মনোওর আলী উপরোক্ত কথাগুলো বলেন।

উপজেলা আল-ইসলাহ’র সভাপতি মাও. আখতার আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফয়জুল ইসলামের পরিচালনায়
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন
বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.ছয়ফুল হক, সৎপুর কামিল মাদরাসার অধ্যক্ষ মাও. আবু জাফর মো. নোমান, বিশ্বনাথ ফাজিল
মাদরাসার সহকারী অধ্যাপক মাও. আবদুস
সালাম, উপজেলা খেলাফত মজলিসের সহ-
সভাপতি মাও. আদুল মতিন।


এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্বনাথ ফাজিল মাদরাসার অধ্যক্ষ
মাও. নু’মান আহমদ, কবি মাও. পিয়ার মাহমুদ, মাও. লুৎফুর রহমান গোয়াহরী,
অভিযাত্রিক সম্পাদক কবি রফিকুল ইসলাম মুবীন, আ.লীগ নেতা শামসুল ইসলাম সুফী, জাপা নেতা রফিকুল ইসলাম লালু, খেলাফত মজলিস
নেতা হাবিবুর রহমান, মাও. নাজমুল
ইসলাম, মাও. হরমুজ আলী, মাও. আঙ্গুর
আলী,মাও. হাবিবুর রহমান লিটু, মাও. জামাল
উদ্দিন, মাও. মোছাদ্দিক হোসেন,
মাও. নুরুল ওয়াহিদ, মাও. আবদুল খালিক,
মাও. ফয়জুল ইসলাম, মাও. মাহবুবুর
রহমান, মাও.
আবদুল মুমিন, মাও. আবুল কালাম,
বিশ্বনাথ ইসলামী ছাত্র সংস্থার
সভাপতি মাও. আজিজুর রহমান,
উপজেলা
তালামীযের সাবেক সভাপতি
আহসান
মাহমুদ শিপন, আজাদুল ইসলাম,
মাশুক
আহমদ নাঈম, শোয়াইবুল ইসলাম,
আবদুল
মোমিন, আবদুল গফ্ফার প্রমুখ।
সাবেক উপজেলা তালামীয নেতা
শরীফ উদ্দিনের ক্বোরআন
তেলাওয়াত,
উপজেলা তালামীযের সভাপতি
মোহাম্মদ আবুল কাশেমের স্বাগত
বক্তব্যের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে
হামদ
পরিবেশন করেন তালামীয নেতা
আবদুল
আলিম ও নাতে রাসুল সা.
পরিবেশন
করেন উপজেলা তালামীযের
সাধারণ
সম্পাদক আবদুল মুক্তাদির ফয়ছল।
 
Top