তালামীয নিউজ২৪ ::আনজুমানে আল ইসলাহর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাওলানা মঈনুল ইসলাম পারভেজ বলেছেন, পবিত্র রামাদান মাস আল্লাহ রাব্বুল আলামীনের পক্ষ হতে উম্মতে মুহাম্মদীর জন্য এক বিশেষ উপহার। এ মহিমান্বিত মাসের অসংখ্য ফযীলত পবিত্র কুরআন মজীদ ও হাদীস শরীফে বর্ণনা করা হয়েছে। রামাদানের রোযা তাকওয়ার গুণে বিভূষিত করে বান্দাকে তার প্রতিপালকের নিকটবর্তী করে। পবিত্র কুরআন নাযিলের এ মাসে সকলের উচিত কুরআন শরীফের খেদমতে নিয়োজিত থাকা, বিশেষত পবিত্র কুরআনের বিশুদ্ধ তিলাওয়াত শিক্ষাদান ও শিক্ষাগ্রহণে নিয়োজিত থাকা। রহমত, মাগফিরাত ও নাজাতের এ মাসে সংযমের সাধনায় লিপ্ত থেকে আত্মশুদ্ধি অর্জনে সচেষ্টহওয়া সকল মুমীনের কর্তব্য। তিনি গতকাল (১৮.০৬.২০১৬, শনিবার) লতিফিয়া হিফযুল কুরআন মাদরাসা সিলেটের ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।মাদরাসা পরিচালনা পরিষদের উপদেষ্টা আলহাজ মো. হিরন খাঁন এর সভাপতিত্বে ও মাদরাসার পরিচালক হাফিয মাওলানা নজীর আহমদ হেলালের পরিচালনায় মাহফিলে বিশেষ অতিথি ছিলেন যুক্তরাজ্য প্রবাসি বিশিষ্ট কমিউনিটি নেতা, লতিফিয়া হিফযুল কুরআন মাদরাসা সিলেট এর সম্মানিত দাতা সদস্য মুহাম্মদ খায়রুল ইসলাম, নর্থইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের লেকচারার নোমান আহমদ, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা হাফিজুর রহমান,খরিদিচর সিনিয়র মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মুহা. আফতাব উদ্দিন ও মুহাম্মদিয়া ইসলামিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা সৈয়দ কুতুৃবুল আলম।এ সময় উপস্থিত ছিলেন মাদরাসার পরিচালনা পর্ষদ এর কোষাধ্যক্ষ মো. তালিমুল ইসলাম, সদস্য মাওলানা তরিকুল ইসলাম, ফরহাদ খান, হাফিজ পিয়ার হাসান, মাদরাসার শিক্ষক হাফিয মাওলানা জাহাঙ্গীর আলম, মাওলানা সাজিদুর রহমান,বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা আব্দুল আহাদ, মাওলানা জিয়াউল হক, মুহা. আব্দুল করিম, মুহা. জসিম উদ্দিন, তালামীয নেতা শেখ মনোয়ার হুসাইন, আতিকুর রহমান সাকের, মো. কামরুজ্জামান, শামসুদ্দীন মো.মঈন উদ্দিন খাঁন মিলন ও মাদরাসার শিক্ষক মামুনুর রশীদ প্রমুখ।ছবি ক্যাপশন:- লতিফিয়া হিফযুল কুরআন মাদরাসা সিলেট এর ইফতার মাহফিলে মুনাজাত পরিচালনা করছেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাওলানা মঈনুল ইসলাম পারভেজ।