তালামীয নিউজ ২৪:: বাংলাদেশ আন্জুমানে আল-ইসলাহর যুগ্ম মহাসচিব ও
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের সহকারী
অধ্যাপক মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলী
বলেছেন, রামাদানুল মোবারক মুসলমানদের
আত্মশুদ্ধি, ত্যাগ ও কুরআন নাযিলের মাস। এ মাসে
সহীহ কুরআন শিক্ষার খিদমতে হযরত আল্লামা
ফুলতলী ছাহেব কিবলাহ (র.)-এর অবদান সর্বজন
স্বীকৃত। তাঁর এ খিদমতের বদৌলতে আজ কুরআন
চর্চা বর্হিবিশ্বে ছড়িয়ে পড়েছে। তাই আমাদের
সকলকে এ খিদমতে শরীক হতে হবে। যেমন
তালামীযে ইসলামিয়ার কর্মীরা রামাদানুল মুবারকে
দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে-ছিটিয়ে এ
খিদমত আঞ্জাম দিয়ে যাচ্ছে। এদিকে তিনি
সর্বদলীয় ইসলামী ছাত্র ঐক্যকে ধন্যবাদ
জানিয়ে বলেনÑ এক্যবদ্ধতা এখন সময়ের
প্রয়োজন। তাই দীনের বৃহত্তর স্বার্থে
আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। দীনকে নিয়ে
যে অপতৎপরতা চলছে তার মুকাবিলায় সর্বদলীয়
ইসলামী ছাত্র ঐক্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে
আমার বিশ্বাস। তিনি আরো বলেন, আমাদের মাঝে
মাসলা-মাসায়িল নিয়ে কিছু মতানৈক্য থাকতে পারে। তবে
দীনের মূল বিষয়ে আমাদের কোনো বিভাজন
থাকা উচিত নয়। বিভিন্ন মোহনায়, তাওহীদ-রিসালত ও
হুব্বে রাসূল বুকে ধারণের ব্যাপারে আমরা এক ও
অভিন্ন।
২৪ জুলাই শুক্রবার রাজধানীর পুরানা পল্টনস্থ একটি
চাইনিজ রেস্টুরেন্টে বাংলাদেশ আনজুমানে
তালামীযে ইসলামিয়া আয়োজিত মাহে রামাদানের
তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে
প্রধান অতিথির বক্তব্য দানকালে তিনি উপরোক্ত
কথাগুলো বলেন। কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ
ফখরুল ইসলামের সভাপতিত্বে ও অফিস সম্পাদক
আখতার হোসাইন জাহেদ-এর পরিচালনায় আলোচনা
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেনÑ বাংলাদেশ
আনজুমানে তালামীযে ইসলামিয়ার সাবেক
কেন্দ্রীয় সভাপতি, বেলাল আহমদ, ইসলামী
শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয়
সভাপতি নূরুল ইসলাম আল আমীন, বাংলাদেশ ইসলামী
ছাত্র সমাজের মহাসচিব মোঃ নুরুজ্জামান, বাংলাদেশ
জমিয়তে তালাবায়ে আরাবিয়ার কেন্দ্রীয় প্রধান
সম্পাদক মোঃ আব্দুর রহমান, ছাত্র জমিয়ত বাংলাদেশ-
এর যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহাদাত হোসাইন,
তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় অর্থ সম্পাদক
রেদওয়ান আহমদ চৌধুরী, সহ-অফিস সম্পাদক মুহাম্মদ
উসমান গণি, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের
কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ইলিয়াস আহমদ।
এতে আরো উপস্থিত ছিলেন, শ্রীপুর বাংলাহাটি
কামিল মাদরাসার মুহাদ্দিস ড. নজরুল ইসলাম, তালামীযে
ইসলামিয়া ঢাকা মহানগরী সভাপতি মাসুম আহমদ ও
আনজুমানে আল ইসলাহ ঢাকা মহানগরীর সাংগঠনিক
সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম প্রমুখ।